বুধবার, ০৭ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
নিউইয়র্ক সিটি ছেড়েছে  সোয়া লাখ বাসিন্দা

নিউইয়র্ক সিটি ছেড়েছে  সোয়া লাখ বাসিন্দা

নিউইয়র্ক থেকে লোকজন পালাচ্ছে! গত কয়েক বছরে সোয়া লাখের বেশি নিউইয়র্কার ফ্লোরিডা চলে গেছে। আর তারা কিন্তু খালি হাতে যায়নি। সাথে করে ১৪ বিলিয়ন ডলার নিয়ে গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নিউইয়র্কভিত্তিক আর্থিক নজরদারি প্রতিষ্ঠান সিটিজেন্স বাজেট কমিশনের তথ্যে দেখা যায় যে গত পাঁচ বছরে এদের এক-তৃতীয়াংশ তথা ৪১,২৫১ জন গেছে নিউইয়র্ক সিটি থেকে। তারা মিয়ামি-ডেড, পাম বিচ ও ব্রোওয়ার্ড কাউন্টির মতো স্থানে পাড়ি জমিয়েছে। আর কেবল এই তিনটি কাউন্টিতে ২০১৮ থেকে ২০২২ সময়কালে এসব লোকের চলে যাওয়ার কারণে নিউইয়র্ক সিটি থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার হারিয়ে গেছে।

আমেরিকার সঙ্গে  খনিজ চুক্তি সই  ইউক্রেনের

আমেরিকার সঙ্গে  খনিজ চুক্তি সই  ইউক্রেনের

নানা নাটকীয়তার পর অবশেষে, আমেরিকা সঙ্গে বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তিতে সই করেছে ইউক্রেইন। বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেযারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এসভিরিদেনকো চুক্তিতে সই করেন। কয়েক সপ্তাহের জটিল আলোচনার পর অবশেষে, বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তি সই করলো কিয়িভ ও ওয়াশিংটন। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেযারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এসভিরিদেনকো চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের পর সামাজিক মাধ্যম এক্স-এ এক ভিডিও বিবৃতি দেন স্কট বেসেন্ট।

৭.৭৫ শতাংশ ভাড়া  বাড়ানোর  সুপারিশ

৭.৭৫ শতাংশ ভাড়া  বাড়ানোর  সুপারিশ

দুই বছরের লিজে থাকা রেন্ট-স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের জন্য ৭.৭৫ শতাংশ করে ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ড। এই বোর্ড এক বছর লিজে থাকা অ্যাপার্টমেন্টের জন্য ৪.৭৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর সুপারিশও করেছে। লং আইল্যান্ড সিটির লাগারদিয়া কমিউনিটি কলেজের সভায় ৫-৪ ভোটে এই সিদ্ধান্ত হয়েছে। আগামী জুনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রেন্ট গাইডলাইন্স বোর্ড প্রতি বছর ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্তনিয়ে থাকে। ভাড়াটে ও ভবন মালিকদের প্রতিনিধিরাও বোর্ড সদস্য হিসেবে থাকেন।

সাহাবায়ে কিরামের জীবনে রয়েছে সর্বোত্তম পাথেয়

সাহাবায়ে কিরামের জীবনে রয়েছে সর্বোত্তম পাথেয়

সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে ভরপুর এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য। আল্লাহর রাসুল (সা:) এর সাহাবিদের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম পাথেয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র নিউইয়র্ক নর্থ জোনের এডুকশন ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এসব কথা বলেন। গত ২৬ ও ২৭ এপ্রিল দুইদিন ব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় মুনা সেন্টার অফ জ্যামাইকায় (মসজিদ আর রাইয়্যান)। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।

Gias Ahmed
আমেরিকার সঙ্গে  খনিজ চুক্তি সই  ইউক্রেনের

আমেরিকার সঙ্গে  খনিজ চুক্তি সই  ইউক্রেনের

নানা নাটকীয়তার পর অবশেষে, আমেরিকা সঙ্গে বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তিতে সই করেছে ইউক্রেইন। বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেযারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এসভিরিদেনকো চুক্তিতে সই করেন। কয়েক সপ্তাহের জটিল আলোচনার পর অবশেষে, বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তি সই করলো কিয়িভ ও ওয়াশিংটন। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেযারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এসভিরিদেনকো চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের পর সামাজিক মাধ্যম এক্স-এ এক ভিডিও বিবৃতি দেন স্কট বেসেন্ট।

আওয়ামী লীগকে নিষিদ্ধের  পরিকল্পনা নেই: ড. ইউনূস

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দলটির যে সব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেয়া হবে না। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড. কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। ড. ইউনূস জানান, সরকার নির্বাচনের জন্য দু’টি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং নির্ধারিত তারিখ পরিবর্তন করা হবে না।