বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এনওয়াইপিডিতে  যোগ দিতে ১০  হাজার আবেদন

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৪, ২ মে ২০২৫

এনওয়াইপিডিতে  যোগ দিতে ১০  হাজার আবেদন

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে এনওয়াইপিডিতে অফিসার পরীক্ষায় অংশ নিতে আগ্রহী লোকদের কাছ থেকে প্রায় ১০ হাজার নতুন আবেদন পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানিয়েছিলেন, পুলিশ একাডেমি নিয়োগ প্রক্রিয়ার শর্ত শিথিল করা হচ্ছে।

পুলিশ বিভাগ জানিয়েছে, কলেজ ক্রেডিট ৬০ থেকে কমিয়ে ২৪ করার দরকার হয়েছে। ২০২৩ সালে এনওয়াইপিডি আবেনকারীদের ২৯ শতাংশ অযোগ্য হয়েছিল তাদের অপর্যাপ্ত কলেজ ক্রেডিটের কারণে।
অ্যাডামস বলেন, ‘আমরা কলেজ ক্রেডিটের শর্তে পরিবর্তন আনার কথা ঘোষণা করার পর থেকে পুলিশ অফিসার পরীক্ষায় অংশ নিতে ৯,৭০০-এর বেশি নতুন আবেদনকারী আবেদন করেছে। এটিই প্রমাণ দিচ্ছে যে এই বিভাগে যোগ দিতে অনেক লোকের আগ্রহ বেড়েছে।’
তিনি আরো বলেন, এনওয়াইপিডি আগামী বছর নাগাদ ৩৫ হাজার অফিসার রাখার পরিকল্পনা করছি। সংখ্যাটি বর্তমানে দায়িত্ব পালনকারীরে চেয়ে প্রায় এক হাজার বেশি।
একাডেমি গ্রাজুয়েশনের জন্য চলতি বছর ১৪ মিনিট ২১ সেকেন্ডের মধ্যে ১.৫ মাইল দৌড়ানো শর্ত যোগ করা হয়েছে।
 

শেয়ার করুন: