বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আমেরিকার সঙ্গে  খনিজ চুক্তি সই  ইউক্রেনের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১০, ২ মে ২০২৫

আমেরিকার সঙ্গে  খনিজ চুক্তি সই  ইউক্রেনের

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর অবশেষে, আমেরিকা সঙ্গে বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তিতে সই করেছে ইউক্রেইন। বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেযারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এসভিরিদেনকো চুক্তিতে সই করেন।
কয়েক সপ্তাহের জটিল আলোচনার পর অবশেষে, বহুল আলোচিত খনিজ সম্পদ চুক্তি সই করলো কিয়িভ ও ওয়াশিংটন। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ট্রেযারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া এসভিরিদেনকো চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের পর সামাজিক মাধ্যম এক্স-এ এক ভিডিও বিবৃতি দেন স্কট বেসেন্ট।

ইউক্রেইনের দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধির নিশ্চিতের লক্ষ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা ও ইউক্রেইনের জনগণের মধ্যে এই অংশীদারিত্বের কল্পনা করেছিলেন বলে, উল্লেখ করেন বেসেন্ট। তিনি বলেন, এই চুক্তি ইউক্রেইনের সার্বভৌমত্বের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতিও তুলে ধরে।
এক্স-এ এক পোস্টে ইউক্রেইনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার বলেন- আমেরিকার সঙ্গে যৌথভাবে তারা এমন একটি তহবিল গঠন করছেন, যা ইউক্রেইনে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করবে। এর আগে কিয়িভে চুক্তিটি নিয়ে কথা বলেন, ইউক্রেইনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল। তিনি বলেন, ‘ইউক্রেইনের উন্নয়ন ও পুনর্গঠনে এটি আমেরিকা ও ইউক্রেইনের সরকারের মধ্যে, যৌথ বিনিয়োগ সংক্রান্ত একটি সত্যিকারের ন্যায্য ও মজবুত আন্তর্জাতিক চুক্তি।’
প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই, রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেইনকে সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নেন। কিন্তু ফেব্রুয়ারিতে, ইউক্রেইনের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নেয়ার জন্য উত্থাপিত প্রস্তাবটি তাকে সেই সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখে। যা নিয়ে দীর্ঘ দরকষাকষিতে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যে, শেষ পর্যন্ত ইউক্রেইনের সামরিক সাহায্য স্থগিত করেন ট্রাম্প। বুধবার হওয়া চুক্তির মাধ্যমে ইউক্রেইনের নতুন করে সহায়তা পাওয়ার পথ খুললো।
ইউক্রেইনের প্রধানমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী তহবিল গঠন ও পরিচালনায় উভয় দেশের সমান অবদান থাকবে। তিনি আরো উল্লেখ করেন- ইউক্রেইনের সম্পদে ইউক্রেইনেরই সম্পূর্ণ অধিকার থাকবে।
 

শেয়ার করুন: