
ছবি: সংগৃহীত
কলেজ, বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারি কড়াকড়ি করতে বেশ কয়েকটি আইন জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তার মতাদর্শের বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেশ সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার তার জারি করা একটি আদেশে তার রাজনৈতিক এজেন্ডার প্রতি বিরূপ বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হয়েছে।
একইসাথে তিনি যুক্তরাষ্ট্রে কে-টুয়েলেভ স্কুলগুলোর শৃঙ্খলা নিশ্চিত করার জন্য শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন।
কলেজগুলোর বিদেশি আর্থিক উৎসের ওপর বিশেষভাবে কড়াকড়ি আরোপ করতে চাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে চীনসহ কয়েকটি দেশের সাথে যুক্তরাষ্ট্রের অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এসব নির্দেশ জারি করলেন তিনি।
তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে টার্গেট করেছেন। সাম্প্রতিক সময়ে হার্ভার্ডের সাথে তার বিবাদ নতুন মাত্রা লাভ করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, হার্ভার্ড এবং অন্য কয়েকটি কলেজ নিয়মিতভাবেই ফেডারেল ডিসক্লোজার আইন লঙ্ঘন করায় ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছিল। ১৯৮০-এর দশকে পাস হওয়া হায়ার এডুকেশনের ধারা ১১৭-এ বলা হয়েছে, কলেজগুলোকে আড়াই লাখ ডলার বা এর বেশি মূল্যের বিদেশি উপহার ও চুক্তি হলে সে কথা প্রকাশ করতে হবে।
গত সপ্তাহে শিক্ষা বিভাগ হার্ভার্ডের গত দশকের বিদেশি আর্থিক সংশ্লিষ্টতার প্রতিবেদন দাবি করে। বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভ, এবং এর বৈচিত্র্য, সাম্যতা ও অন্তর্ভুক্তিমূলক অবস্থানের কারণে প্রতিষ্ঠানটি ট্রাম্পের টার্গেট হয়েছে বলে অনেকে বলে থাকেন।