শনিবার, ১২ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অডিট প্রতিবেদনে অভিযোগ 

নিজেই অসুস্থ হয়ে পড়েছে  নিউইয়র্ক ডিওএইচ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৩, ১১ জুলাই ২০২৫

নিজেই অসুস্থ হয়ে পড়েছে  নিউইয়র্ক ডিওএইচ

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক রাজ্যের স্বাস্থা বিভাগ (ডিওএইচ) নিজেই অসুস্থ হয়ে পড়েছে? প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অডাল্ট কেয়ার ফ্যাসিলিটি যথাযথভাবে তদারকি না করা, সময়মতো পরিদর্শন না করা এবং জটিল সমস্যাগুলো সমাধানের জন্য উত্থাপন না করার মতো গুরুতর অভিযোগ ওঠেছে। রাজ্যের কম্পট্রোলার টম ডিন্যাপলির প্রকাশ করা এক অডিট প্রতিবেদনে এসব অভিযোগ রয়েছে।

অডিট প্রতিবেদনটি ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত সময়কার অবস্থা তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ডিওএইচ ৩০টি নমুনাকৃত স্থাপনার ৭০ ভাগেই ১২-১৮ মাসের সময়সীমার মধ্যে পরিদর্শন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। কোনো কোনো স্থাপনার পরিদর্শন পাঁচ বছর পর্যন্ত বিলম্বিত হয়েছে। রাজ্যের চারটি আঞ্চলিক তদারকি অফিসের তিনটিতে পরিদর্শন ব্যাকলগ রয়েছে। এই তিনটি হলো নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টার্ন নিউ ইয়র্ক। আর সেন্ট্রাল নিউইয়র্কের কোনো ব্যাকলগ পাওয়া যায়নি।
অডিটে দেখা যায়, সিঁড়ি ও ওয়াকওয়েগুলো ক্ষয়ে গেছে, ডিশওয়াশারগুলো নিরাপদ তাপমাত্রায় পৌঁছে না, রিফ্রেজেটরগুলো পর্যাপ্ত ঠান্ডা নয়, নিয়মিত ফায়ার ড্রিল হয় না।
অডিটে একটি মেডিক্যাল রুমে এমনকি অর্ধেক খালি ভদকার বোতল, এক প্রশাসকের অফিসে মারিজুয়ানা সামগ্রী পাওয়া গেছে। চিকিৎসার ব্যাপক অবহেলার চিত্র দেখা গেছে।
ডিন্যাপোলি এক বিবৃতিতে বলেন, ‘রাজ্যজুড়ে অ্যাডাল্ট কেয়ার ফ্যাসিলিটিগুলোর দায়িত্ব হলো অধিবাসীদের সুরক্ষা দেওয়া, মানসম্পন্ন সেবা প্রদান করা। অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব স্থাপনায় নিয়মিত ও রুটিনমাফিক পরিদর্শন করা, সমস্যাগুলোর সমাধান করা এবং অধিবাসীদের নিরাপদ রাখার কাজগুলো হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ যদি ত্রুটিগুলো সংশোধনের কাজ না করে তবে দুর্বল মানুষগুলো ঝুঁকির মধ্যে পড়ে যায়।’
অডিটে এসব ত্রুটি-বিচ্যুতি দ্রুত সমাধান করার জন্য তাগিদ দিয়েছে।
ডিওএইচ অবশ্য পরিদর্শনে বিলম্ব এবং ত্রুুটিগুলো সংশোধন নিয়ে সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়েছে। তারা এজন্য লোকবলের ঘাটতি এবং কোভিড-১৯ মহামারিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। কর্মকর্তারা জানিয়েছে, তারা লোক নিয়োগ বাড়াচ্ছে, ট্র্যাকিং সিস্টেমে উন্নতি করছে এবং তদারকির কাজ সম্পন্ন করার জন্য মানসম্পন্ন কমিটি গঠন করছে।
অডিট কেয়ার ফ্যাসিলিটিগুলোতে প্রধানত স্বাধীনভাবে জীবনযাপন করতে না পারা (তবে নার্সিং হোমের দরকার না থাকা) বয়স্ক লোকজন অবস্থান করে। এসব স্থাপনায় থাকার জায়গা, খাবার, ব্যক্তিগত পরিচর্যার ব্যবস্থা থাকে। ২০২৩ সালে নিউ ইয়র্কের এ ধরনের ৫৩৪টি স্থাপনায় ৩৭,৫৪৭ জন বাস করতেন।
 

শেয়ার করুন: