পৃথিবীর সব মানুষ যুক্ত এই বিশ্বাস আমার ছেলেবেলা থেকেই। বলতে পারেন এটি আমার কৈশোরের হাইপোথিসিস। সারা জীবন ধরে এই হাইপোথিসিসের সত্যতা খুঁজছি। খুঁজতে খুঁজতে কী পেলাম তা এই রচনায় উল্লেখ করবো। চট্টগ্রামে জন্ম নেয়া, ১১ বছর বয়সে শ্রী অরবিন্দের আশ্রম ভারতের পন্ডিচেরিতে চলে যাওয়া এবং ৩৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আধ্যাত্মিক গুরু শ্রী চিন্ময় সমস্ত জীবন এই বিশ্বাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করেছেন।