ম্যানহাটানের কিছু কিছু অংশে বিদ্যমান ভয়াবহ যানজট এড়ানোর একটি পথ খুঁজে পেয়েছে এমটিএ। সে জন্য প্রণয়ন করা হয়েছে বিশেষ টোল জোন। তবে ফ্রি নয়। এই টোল জোনে প্রবেশ করলে গাড়িচালকদের প্রতি ট্রিপের জন্য দিতে হবে ৫ থেকে ২৩ ডলার পর্যন্ত। অর্থের পরিমাণ নির্ভর করবে দিনের কোন সময় গাড়িটি চলছে এবং গাড়িটির ধরনের ওপর।