কলেজ, বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারি কড়াকড়ি করতে বেশ কয়েকটি আইন জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তার মতাদর্শের বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেশ সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার তার জারি করা একটি আদেশে তার রাজনৈতিক এজেন্ডার প্রতি বিরূপ বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা হয়েছে।