৬টি মার্কিন শহরে নগদ ক্রেতারাই আবাসন বাজার নিয়ন্ত্রণ করছে মর্টগেজ (বন্ধকী) সুদের হার ৬ শতাংশের উপরে স্থির থাকায় পুরোপুরি নগদ প্রস্তাবগুলো অত্যন্ত আকর্ষণীয় থাকছে। বিশেষ করে বাজারের দুটি বিপরীত প্রান্তে তথা সবচেয়ে সাশ্রয়ী এবং বিলাসবহুল সেগমেন্টে নগদের রাজত্ব চলছে।