প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমট্র্যাকের কাছ থেকে ইউনিয়ন স্টেশনের ব্যবস্থাপনা গ্রহণ করেছে। এটি হলো দেশের রাজধানীর ওপর ফেডারেল সরকারের প্রভাব বাড়ানোর সর্বশেষ উদাহরণ। পরিবহনমন্ত্রী সিন ডাফি রেল সার্ভিসের নতুন সংস্করণ অ্যাসিলা ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এই নিয়ন্ত্রণ গ্রহণের কথা ঘোষণা করেন। এসময় আমট্র্যাকের প্রেসিডেন্ট রজার হ্যারিসও উপস্থিত ছিলেন।