নিউইয়র্ক সিটি রুজভেল্ট হোটেলে প্রতিষ্ঠিত অভিবাসী অবতরণকেন্দ্র বন্ধ করে দিয়েছে। দুই বছর আগে এটি চালু করা হয়েছিল।
গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে অবস্থিত হোটেলটি ফ্রি শেল্টার ও সার্ভিস কামনাকারী নবাগত লাখ লাখ অভিবাসীর প্রথম বিরতি স্থান হিসেবে কাজ করছিল। অনেক সময়ই অভিবাসী পরিবারগুলো সেখানে লাইন ধরে দাঁড়িয়েছে, হোটেলকক্ষ বরাদ্দ পাওয়ার অপেক্ষায় থাকার সময় রাস্তায় ঘুমিয়ে পড়েছে।