ছবি: সংগৃহীত
২০২৫ সালে নিউইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতার ঘটনা ছিল ইতিহাসের সর্বনি¤œ। ১৯৯৪ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে এবারই সবচেয়ে কম গোলাগুলির ঘটনা এবং ভুক্তভোগী রেকর্ড করা হয়েছে। এনওয়াইপিডি প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে পুরো সিটিতে ৬৮৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় ২৪% কম এবং ২০১৮ সালের আগের সর্বনি¤œ রেকর্ডের চেয়ে ১০% কম।
গোলাগুলির শিকার বা ভুক্তভোগীর সংখ্যাও রেকর্ড কমে ৮৫৬ জনে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ২২% কম। এনওয়াইপিডি জানায়, ডিসেম্বর মাসে সিটিতে মাত্র ৩৫টি গোলাগুলি ঘটেছে, যা যেকোনো একক মাসের হিসেবে সর্বনি¤œ রেকর্ড।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক বিবৃতিতে বলেন, ‘অপরাধের এই ঐতিহাসিক হ্রাস এমনি এমনি বা দুর্ঘটনাক্রমে ঘটেনি- এটি একটি সুচিন্তিত ও তথ্য-নির্ভর কৌশলের সরাসরি ফল, যা নিউ ইয়র্ক সিটির জননিরাপত্তায় নজিরবিহীন মাইলফলক অর্জন করেছে। এনওয়াইপিডি গোলাগুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যাকে ইতিহাসের সর্বনি¤œ পর্যায়ে নিয়ে এসেছে এবং ২০০৯ সালের পর (প্যান্ডেমিক সময়কাল বাদে) সাবওয়ে সিস্টেমে সবচাইতে নিরাপদ বছর উপহার দিয়েছে।’
এনওয়াইপিডি-র পরিসংখ্যান অনুযায়ী, গোলাগুলির ঘটনা ম্যানহাটনে ৩৮%, স্ট্যাটেন আইল্যান্ডে ২৬.৭%, ব্রঙ্কসে ২৫.৪%, কুইন্সে ২৪.৪% এবং ব্রুকলিনে ১৫% কমেছে। ব্রুকলিন, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড—এই প্রতিটি অঞ্চলেই গোলাগুলির হার রেকর্ড সংখ্যক সর্বনি¤œ ছিল।
পুলিশ জানায়, ২০২৫ সালে সিটিতে সামগ্রিকভাবে বড় ধরনের অপরাধ প্রায় ৩% কমেছে; যার পেছনে মূলত খুন, ডাকাতি, চুরি, বড় ধরনের ছিনতাই এবং গাড়ি চুরির ঘটনা কমে যাওয়া বড় ভূমিকা রেখেছে। তবে, সিটিতে নথিভুক্ত ধর্ষণ এবং মারাত্মক হামলার ঘটনা বেড়েছে।
ঘৃণা অপরাধ বা ‘হেট ক্রাইম’ ২০২৪ সালের তুলনায় ১২% কমেছে বলে এনওয়াইপিডি জানিয়েছে; যার মধ্যে ইহুদি-বিদ্বেষী ঘটনা কমেছে ৩%। তবে বিভাগটি জানায়, ২০২৫ সালে মোট নথিভুক্ত হেট ক্রাইমের ৫৭% ছিল ইহুদি নিউ ইয়র্কবাসীদের লক্ষ্য করে, যদিও সিটির মোট জনসংখ্যার মাত্র ১০% ইহুদি।
সাবওয়ে বা পাতাল রেলের ক্ষেত্রে এনওয়াইপিডি জানায়, ২০০৯ সালের পর (প্যান্ডেমিক বছরগুলো বাদে) এটি ছিল সবচাইতে নিরাপদ বছর। ২০২৫ সালে সাবওয়েতে প্রধান অপরাধগুলো ৪% কমেছে। ট্রানজিট সিস্টেমে ডাকাতি এযাবৎকালের সর্বনি¤œ পর্যায়ে নেমেছে, গোলাগুলি কমেছে ৬২.৫% এবং ভুক্তভোগীর সংখ্যা কমেছে প্রায় ৭৯%।
মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে বলেন, ‘গত বছর নিউ ইয়র্ক সিটি বন্দুক সহিংসতার ক্ষেত্রে ইতিহাসের সবচাইতে নিরাপদ বছর পার করেছে। এই অর্জন পুলিশ কমিশনার জেসিকা টিশের নেতৃত্ব, এনওয়াইপিডি-র নিষ্ঠা এবং আমাদের এলাকাগুলোকে নিরাপদ রাখতে কাজ করা কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলোর অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন।’
এনওয়াইপিডি জানায়, তাদের কৌশল কেবল অপরাধ কমানোর ওপরই নয়, বরং নিউ ইয়র্কবাসীদের জীবনযাত্রার মান ও নিরাপত্তার বোধকে প্রভাবিত করে এমন ছোটখাটো সমস্যাগুলোর ওপরও আলোকপাত করেছে। গত এপ্রিলে বিভাগটি এই সমস্যাগুলো সমাধানে ‘কিউ-টিমস’ নামে একটি বিশেষ দল গঠন করে।
পুলিশের মতে, এই টিমগুলো অবৈধ মোপেড বা বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, পরিত্যক্ত যানবাহন সরিয়ে নিয়েছে, অবৈধভাবে পার্ক করা গাড়িতে মামলা দিয়েছে এবং শব্দ দূষণ-সংক্রান্ত অভিযোগের সমাধান করেছে।
এনওয়াইপিডি আরো জানায়, গত বছর জীবনযাত্রার মান-সংক্রান্ত সমস্যা সমাধানে পুলিশের সাড়া দেওয়ার গড় সময় ২২ মিনিট উন্নত হয়েছে, যদিও এ-সংক্রান্ত কলের সংখ্যা ১০% বৃদ্ধি পেয়েছিল। এছাড়া ৩১১ হেল্পলাইনে আসা অভিযোগ সমাধানের হারও ১৬ শতাংশের বেশি বেড়েছে।

















