রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা বলছেন বাড়ি কেনাবেচায় দামের ক্ষেত্রে খুব বড় কোন পরিবর্তন দেখা যাবে না এই বছর। যারা ভাবছেন ২০০৮ এর মত কবে মার্কেটে ধস নামবে বা মর্গেজ ইন্টারেস্ট রেট কবে ২ বা ৩ পার্সেন্ট হবে, তাদের জন্য তেমন কোন সুখবর নেই এ বছর। আমেরিকা তথা নিউইয়র্কের রিয়েল এস্টেট বাজারে এ বছর একটু-আধটু যা পরিবর্তন আসতে পারে তার কিছু সমীক্ষা তুলে ধরছি।