
ছবি: সংগৃহীত
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টার পর কে বা কারা বাস দুটিতে আগুন দেয়। এছাড়া প্রেসক্লাব এলাকায় ৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।
পথচারীরা জানান, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও হতাহতের খবরের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
এই আন্দোলনকে কেন্দ্র করে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ জন নিহত ও কয়েক'শ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের ঢাকাসহ ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।