জাফরিন আবেদীনের জন্ম ঢাকায়। মনিজা রহমান গার্লস হাই স্কুল থেকে এস.এস.সি এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচ.এস.সি ও মিরপুর বাংলা কলেজ থেকে স্নাতক (ইংরেজি) পাশ করেছেন তিনি। ইন্সপিরেসন ইন্সটিটিউট অফ ফ্যাশন এন্ড টেকনোলজি থেকে নিয়েছেন ডিপ্লোমা ফ্যাশন ডিজাইনিং এর উপর ডিপ্লোমা।