বুধবার, ০১ মে ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘মেডিয়া’

ঢাকা অফিস

প্রকাশিত: ২১:২৪, ৬ ডিসেম্বর ২০২৩

ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘মেডিয়া’

ছবি: সংগৃহীত

২০২১ ও ২০২২ সালে পরীক্ষামূলক মঞ্চায়ন হয়েছিল ঢাকা থিয়েটারের ৫০তম প্রযোজনা ‘নৈশব্দে ৭১’ নাটকের। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ প্রযোজনা করে দলটি। আবারও নতুন প্রযোজনা নিয়ে আসছে ঢাকা থিয়েটার। নাটকের নাম ‘মেডিয়া’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর ৯ ডিসেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় থাকছে নাটকের পরপর দুটি প্রদর্শনী। গ্রিক নাট্যকার ইউরেপিডিসের ‘মেডিয়া’র  ইংরেজি অনুবাদ করেছেন জর্জ থিওরিদিস।

আবদুস সেলিমের বাংলা অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির হিমু। প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন নাসির উদ্দীন ইউসুফ।


এতে অভিনয় করেছেন তাহমিদা মাহমুদ,মাহমুদুর রহমান শুভ, সাইফুদ্দিন আহমেদ দুলাল, মিলু চৌধুরী, ফাহিমদা কামাল, আব্দুল গনি, রুবেল পারভেজ, সাজ্জাদুল ইসলাম,হৃদয় হাসান প্রমূখ।  এ প্রযোজনাটির ঢাকা থিয়েটারের বিশ্বনাট্যধারার নবম প্রযোজনা। 

নাটকের নেপথ্যে রয়েছেন– সাকী [আবহ সংগীত], জুনায়েদ ইউসুফ [মঞ্চ পরিকল্পনা], ওয়াসিম আহমেদ [আলোক পরিকল্পনা], নাসরিন নাহার [পোশাক পরিকল্পনা], মোফাসসাল আলিফ, ফায়াস ফারাবী [কোরিওগ্রাফি]।

শেয়ার করুন: