“বাসায় ফিরে আলিয়ার হাতে মার খেতে হয় কিনা– এই ভাবনায় ভীত হয়ে থাকতাম। ভয়ের কারণ একটাই, অর্জুন সিং চরিত্রের খোলস ছেড়ে বেরিয়ে আসাটা কঠিন হয়ে পড়েছিল। ‘অ্যানিম্যাল’ ছবির আগে এমন হিংস্র চরিত্রে কখনও অভিনয় করিনি। তার চেয়ে বড় বিষয়, এই চরিত্র এমনভাবে আত্মস্থ করেছিলাম যে শুটিংয়ের পরও আমার আমিকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল।”