ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট প্রদান এবং মার্কিন নাগরিকত্বের আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নিউ জার্সিতে বসবাসকারী দুই পাকিস্তানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (টঝঈওঝ)-এর দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে এই অভিযোগ গঠন করা হয়। ইউ.এস. অ্যাটর্নি অফিস এই ঘোষণা দিয়েছে এবং তদন্তের সফলতার জন্য এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং ইউএসসিআইএস-কে কৃতিত্ব দিয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, মুহাম্মদ মুজাম্মাল (৩৭) এবং মুহাম্মদ শাকিল (৬২) নিউজার্সিতে ভোটার হিসেবে নিবন্ধন করার সময় মার্কিন নাগরিক ছিলেন না। ভোটার রেজিস্ট্রেশন ফরমে তারা দুজনেই মিথ্যাভাবে নিজেদের মার্কিন নাগরিক হিসেবে দাবি করেন এবং স্বাক্ষর করেন। তাদের নিবন্ধন আবেদন মঞ্জুর হওয়ার পর নাগরিকত্ব ছাড়াই তারা ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে ভোট প্রদান করেন। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের ভোটও অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যক্তিকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হয়।
অভিযোগপত্রে আরো বলা হয়েছে, ফেডারেল নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার পর মুজাম্মাল ও শাকিল প্রত্যেকেই মার্কিন নাগরিক হওয়ার জন্য ইউএসসিআইএস-এর কাছে এন-৪০০ (ঘ-৪০০) ফরম বা ‘ন্যাচারালাইজেশন’ আবেদন জমা দেন। এই ফরমে আবেদনকারীকে শপথ করে বলতে হয় যে, প্রদত্ত সকল তথ্য সত্য ও নির্ভুল। উভয় ব্যক্তিই তাদের আবেদনে মিথ্যা দাবি করেন যে, তারা কখনোই কোনো ফেডারেল, স্টেট বা স্থানীয় নির্বাচনে ভোটার হিসেবে নিবন্ধিত হননি বা ভোট দেননি। পরে ইউএসসিআইএস কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকারের সময়ও তারা শপথ গ্রহণ করে পুনরায় একই মিথ্যা তথ্য প্রদান করেন।
তবে এই অভিযোগগুলো বর্তমানে কেবল প্রাথমিক দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। আইন অনুযায়ী, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের নির্দোষ বলে গণ্য করা হবে। যদি তারা দোষী সাব্যস্ত হন, তবে তাদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদ- হতে পারে।

















