শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
জেবিবিএ’র ঐক্যবদ্ধ মেলায় আনন্দ উচ্ছ্বাস

জেবিবিএ’র ঐক্যবদ্ধ মেলায় আনন্দ উচ্ছ্বাস

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন- জেবিবিএ’র ঐক্যবদ্ধপথ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪  সেপ্টেম্বও, জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রিট ও ৩৭ রোডের ওপরে বসে এ পথ মেলা। দুপুরেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণিল এই পথমেলার উদ্বোধন করা হয়। এই সময়য় উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব তারেক হাসান খান, ফাহাদ সোলায়মান, প্রধান সমন্বয়কারী সেলিম হারুণ, সমন্বয়কারী জেড আলম নমি, কো-চেয়ারম্যান মনসুর চৌধুরী, মফিজুর রহমান, জাহাঙ্গীর জয়, সুবল দেব নাথ, হাসান জিলানী, মোহাম্মদ হোসেন বাদশা, শাহাদাত হোসেন রাজু, শাহ চিশতি প্রমুখ।

সংবাদিকদের সঙ্গে রুহুল জাহিদের মতবিনিময়

সংবাদিকদের সঙ্গে রুহুল জাহিদের মতবিনিময়

বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। এ নির্বাচনে দুটি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল হচ্ছে-রুহুল-জাহিদ, অন্যটি সেলিম-আলী প্যানেল। ইতিমধ্যেই দুটি প্যানেল তাদের নির্বাচনী সভা-সমাবেশ শুরু করেছে। এরই মধ্যে রুহুল-জাহিদ প্যানেল গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মুন লাইট গ্রিল রেস্টুরেন্টে নিউইয়র্কের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক তাজু মিয়া।

Gias Ahmed

আগামীকাল ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন আগামীকাল রোববার। সকাল ১০টা ৫৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।  আজ শনিবার মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় আসছে। সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি এখন নয়াদিল্লি সফর করছেন। প্রতিনিধি  দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এরং বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন।