মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
দেশি সিনিয়র সেন্টারের  দশমবর্ষপূর্তি অনুষ্ঠান 

দেশি সিনিয়র সেন্টারের  দশমবর্ষপূর্তি অনুষ্ঠান 

ইন্ডিয়া হোম পরিচালিত বয়স্কদের বিনামূল্যে তত্ত্ববধানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান দেশি সিনিয়র সেন্টার ১০ বছর পূর্তি উদযাপন করেছে। গত সোমবার জ্যামাইকা মুসিলিম সেণ্টার মিলনায়তনে দেশি সিনিয়র সেণ্টার জ্যামাইকা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।   প্রায় শতাধিক বয়স্ক নারী-পুরুষের অংশগ্রহনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিটি কাউন্সিল মেম্বার ররি ল্যাঞ্চম্যান, দেশি সিনিয়র সেন্টারের ডিরেক্টর দিল আফরোজ নার্গিস আহমেদ, ভিএনএস হেল্থ এর ডিরেক্টর সালেহ আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নবযুগ সম্পাদকব শাহাব উদ্দিন সাগর, রোকেয়া আক্তার প্রমুখ।

Gias Ahmed