রোববার, ২৮ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

দল হারলেও ম্যাচ সেরা সৌম্য

প্রকাশিত: ২১:১৫, ২০ ডিসেম্বর ২০২৩

দল হারলেও ম্যাচ সেরা সৌম্য

সৌম্য সরকারের সেঞ্চুরি উদযাপন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৯১ রান ৪৬.২ ওভারে তাড়া করেছে স্বাগতিক কিউইরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। 

তবে দল হারলেও বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার ১৫১ বলে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। ২২টি চারের সঙ্গে দুটি ছক্কা তুলেছেন তিনি। তার সঙ্গীরা কেউ সঙ্গ দিতে না পারায় দলের রান বড় হয়নি। 

তবে সৌম্য সরকার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং ৮৯ ও হেনরি নিকোলস ৯৫ রান করে আউট হওয়ায় সৌম্যর ম্যাচ সেরা হওয়ার পথটা সহজ হয়েছে। 

দল না জেতায় খুশি হতে পারেননি বাঁ-হাতি ব্যাটার সৌম্য। মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের সঙ্গে তার ছোট দুটি জুটি হয়েছিল। সৌম্যর আক্ষেপ ওই জুটি দুটো যদি বড় হতো, ‘মুশফিক ভাই ও মিরাজের সঙ্গে ভালো দুটি জুটি হয়েছিল। কিন্তু তারা ভুল সময়ে আউট হয়ে যান। তারা আউট না হলে বড় রান সম্ভব ছিল।’

শেয়ার করুন: