শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে ৭০ হাজার  গাড়ি তুলে নিচ্ছে হোন্ডা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ১৯ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ৭০ হাজার  গাড়ি তুলে নিচ্ছে হোন্ডা

ছবি: সংগৃহীত

ব্রেক অকেজো হয়ে যাওয়ার আশঙ্কায় হোন্ডা যুক্তরাষ্ট্রে ৭০ হাজারেরও বেশি গাড়ি বাজার থেকে তুলে নিচ্ছে (রিকল)। বুধবার অটোমোবাইল নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ত্রুটির কারণে দুর্ঘটনা বা আঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ মডেলের নির্দিষ্ট কিছু ‘হোন্ডা অ্যাকুরা আইএলএক্স’ গাড়ি এই তালিকার অন্তর্ভুক্ত।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, দূষিত ব্রেক ফ্লুইডের কারণে ব্রেক মাস্টার সিলিন্ডারের ভেতরের একটি সিল ফুলে যেতে পারে বা বিকৃত হয়ে যেতে পারে। এর ফলে ভেতরে ব্রেক ফ্লুইড চুইয়ে পড়তে (লিক) পারে, যা ব্রেকের স্বাভাবিক কার্যক্ষমতাকে ব্যাহত করতে পারে।
হোন্ডা আরো জানিয়েছে, ত্রুটিপূর্ণ ব্রেকের কারণে গাড়ি থামাতে স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বের প্রয়োজন হতে পারে, যা বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঝুঁকি তৈরি করে।
গাড়ির মালিকদের তাদের গাড়িগুলো হোন্ডার ডিলারশিপে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে ব্রেক মাস্টার সিলিন্ডারটি সম্পূর্ণ বিনামূল্যে বদলে দেওয়া হবে।
নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানিয়ে গাড়ির মালিকদের আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে প্রাথমিক চিঠি পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এই ত্রুটির সমাধান নিশ্চিত হওয়ার পর পরবর্তী দিকনির্দেশনা জানিয়ে আরও চিঠি পাঠানো হবে।
হোন্ডা জানিয়েছে, তারা এখন পর্যন্ত এই ত্রুটি সংক্রান্ত ১৯২টি ওয়ারেন্টি পেয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ত্রুটির কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, রিকল রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে যে, হোন্ডা সম্ভবত এই ত্রুটির বিষয়টি এনএইচটিএসএ-তে রিপোর্ট করার অন্তত পাঁচ কার্যদিবস আগেই জানত। ফেডারেল আইন অনুযায়ী, ত্রুটির কথা জানার পাঁচ দিনের মধ্যেই তা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক, যা হোন্ডা লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে।
 

শেয়ার করুন: