শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

প্রথম ডেপুটি মেয়র এবং চিফ অফ স্টাফ

দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার  নাম ঘোষণা মামদানির

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৮, ১৯ ডিসেম্বর ২০২৫

দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার  নাম ঘোষণা মামদানির

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গত বুধবার তার প্রশাসনের উচ্চপর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দিয়েছেন। এর এক মাসেরও বেশি সময় আগে তিনি তার প্রথম ডেপুটি মেয়র এবং চিফ অফ স্টাফের নাম ঘোষণা করেছিলেন।

মামদানি এক সংবাদ সম্মেলনে জানান, শ্রমিক আন্দোলনের অভিজ্ঞ মুখ জাহমিলা এডওয়ার্ডস তার প্রশাসনের ‘ডাইরেক্টর অফ ইন্টারগভর্নমেন্টাল অ্যাফেয়ার্স’ (আন্তঃসরকারি বিষয়ক পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ক্যাথরিন আলমন্ট ডা কস্তা-কে ‘ডাইরেক্টর অফ অ্যাপয়েন্টমেন্টস’ (নিয়োগ বিষয়ক পরিচালক) হিসেবে মনোনীত করা হয়েছে।
এডওয়ার্ডস গত এক দশক ধরে নিউইয়র্ক সিটির বৃহত্তম সরকারি কর্মচারী ইউনিয়ন—ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭-এর অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। নবনির্বাচিত মেয়রের মতে, এডওয়ার্ডস দীর্ঘদিন ধরে কর্মজীবী নিউইয়র্কবাসীদের অধিকার আদায়ে কাজ করে আসছেন।
নিয়োগের ঘোষণা দিয়ে মামদানি বলেন, ‘নিউইয়র্কবাসীরা আমাদের ওপর একটি বড় দায়িত্ব অর্পণ করেছেন। তারা এমন একটি প্রশাসনকে ভোট দিয়েছেন যারা শহরটিকে সাশ্রয়ী, নিরাপদ এবং সরকারি কার্যক্রমকে দক্ষ ও চমৎকার করে তুলতে প্রতিদিন কাজ করবে। আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারব কেবল তখনই, যখন আমাদের এই প্রচেষ্টার নেতৃত্বে শহরের সবচেয়ে মেধাবী মানুষগুলো থাকবেন। আমার বাম পাশে থাকা জাহমিলা এডওয়ার্ডসের কাছ থেকে নিউ ইয়র্কবাসীরা ঠিক তেমনটাই আশা করতে পারেন।’
মামদানির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিসি৩৭-এ থাকাকালীন এডওয়ার্ডস ১৫ ডলার ন্যূনতম মজুরি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সিইউএনওয়াই-এর জন্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহে আলবানির (রাজ্য সরকার) সাথে কাজ করেছেন।
ইউনিয়নে যোগ দেওয়ার আগে তিনি সিটির শিক্ষা বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এর মধ্যে রয়েছে আন্তঃসরকারি বিষয়ক অফিসের নির্বাহী পরিচালক এবং চ্যান্সেলরের ডেপুটি চিফ অফ স্টাফের দায়িত্ব।

শেয়ার করুন: