ছবি: সংগৃহীত
হিপ-হপ মিউজিকের তালে তালে সিটি হলের ‘রোটান্ডায়’ প্রবেশ করেছিলেন মেয়র এরিক অ্যাডামস। নিজের চিরচেনা সেই ‘সোয়্যাগার’ বা রাজকীয় ভঙ্গিতেই তিনি নিজের প্রশাসনের ইতি টানলেন।
নিউইয়র্কবাসীরর উদ্দেশে দেওয়া এক ভাষণে অ্যাডামস বলেন, এখন সময় এসেছে প্রকৃত সত্যটা সবার সামনে তুলে ধরার। তিনি চান, তার দায়িত্ব পালনের সময়কালকে মানুষ যেন কেবল তার বিরুদ্ধে ওঠা ‘ইনডাইক্টমেন্ট’ বা আইনি অভিযোগের জন্যই মনে না রাখে, বরং তার কাজের জন্যও মনে রাখে।
অ্যাডামস বলেন, ‘আমরা পাউরুটির দাম নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা খেটে খাওয়া মানুষের পকেটে সেই টাকা (রুটি-রুজির সংস্থান) ফিরিয়ে দিয়েছি।’
অ্যাডামস তার ডেপুটি মেয়রদের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা শেষ পর্যন্ত তার পাশে ছিলেন। তিনি তাদের প্রত্যেককে ‘অ্যাডামস প্রশাসন টাইম ক্যাপসুলে’ (স্মৃতি রক্ষার্থে সংরক্ষিত পাত্র) একটি করে স্মারক রাখার জন্য আমন্ত্রণ জানান।
স্মারক হিসেবে তারা সেখানে একজন আশ্রয়প্রার্থীর আইডি কার্ড, একটি গ্রাজুয়েশন ট্যাসেল (সমাবর্তনের টুপির অংশ) এবং স্ট্যাটেন আইল্যান্ড ফেরির একটি ক্ষুদ্র প্রতিকৃতি রাখেন।
শহরের গত চার বছরের রাজনৈতিক ইতিহাসের প্রতিনিধিত্বকারী এই প্রতীকগুলো সিটি হল থেকে মাত্র কয়েক কদম দূরে সমাহিত করা হয়।
মেয়র পদ থেকে বিদায় নেওয়ার পর তার পরবর্তী পরিকল্পনা কী, তা তিনি স্পষ্ট করেননি। তবে জানা গেছে, বর্তমানে তিনি মেক্সিকোতে একটি ব্যক্তিগত ভ্রমণে যাচ্ছেন।

















