মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
ঢাবি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত

ঢাবি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত

‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকান্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখা এবং এলামনাইদের মধ্যকার  সৌহার্দ, সম্প্রতি আর ঐক্যেবদ্ধ থাকার সংকল্পে বিগত ২৮ বছর আগে নিউইয়র্কে গঠিত ঢাবি এলামাইন এসোসিয়েশন (ঢাবিএএ) গঠন করা হয়। এসোসিয়েশনের কমিটি ঘোষণা উপলক্ষে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকায় একটি পার্টি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাবিএএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময়ে নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ মঞ্চে উপবিষ্ট ছিলেন।