বুধবার, ০৯ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

দুই বছরের মধ্যে এই প্রথম চাকরির বাজারে পতন

যুুক্তরাষ্ট্রে এক মাসে ৩৩  হাজার চাকরি হাওয়া

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৯, ৫ জুলাই ২০২৫

যুুক্তরাষ্ট্রে এক মাসে ৩৩  হাজার চাকরি হাওয়া

ছবি: সংগৃহীত

গত মাসে বেসরকারি খাতে ৩৩ হাজার চাকরি খুইয়েছে।  দুই বছরের মধ্যে এই প্রথম চাকরির বাজারে পতন ঘটল। অথচ মে মাসে ২৯ হাজার চাকরি যোগ হয়েছিল বলে এডিপি ন্যাশনাল এম্পলয়মেন্ট রিপোর্টে বলা হয়েছে।

এডিপি তথ্যে দেখা যায় যে শিক্ষা, স্বাস্থ্যপরিচর্যা, আর্থিক কার্যক্রমসহ বেসরকারি সকল খাতে গত মাসে চাকরি খোয়া গেছে।
অবশ্য আতেথিয়তা, নির্মাণ, কারখানা শিল্পে চাকরি যোগ হয়েছে।
স্ট্যানফোর্ড ডিজিটাল ইকোনমিক ল্যাবের সাথে যৌথভাবে প্রণীত এডিপি প্রতিবেদনটির পরে শ্রম দফতরের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স আরেকটি রিপোর্ট প্রকাশ করে। দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই।
এ ব্যাপারে হাই ফ্রিকুয়েন্সি ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ কার্ল ওয়েনবার্গ বলেন, ‘ডিসেম্বর থেকেই বেসরকারি খাতে চাকরি কমছিল। এবার বড় ধরনের পতনে অশুভ ই্ঙ্িগত দিচ্ছে।’
এদিকে চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের আরেক প্রতিবেদনে বলা হয়, জুনে মোট ৪৭ হাজার ৯৯৯টি চাকরি কমেছে। আগের মাসের তুলনায় এই পতন ৪৯ শতাংশ।
 

শেয়ার করুন: