৯ বছর ক্ষমতায় আসীন থাকা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো। একইসঙ্গে ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ নেতৃত্বও ছেড়েছেন তিনি। এর ফলে দল এবং দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে জল্পনা চলছে। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় জায়গা করে নিয়েছেন। এ নিয়ে পাঠকদের জন্য সম্ভাব্য শীর্ষ ৬ প্রতিযোগীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছে যুগান্তর অনলাইন।