বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিশান, হোন্ডা একীভূত হচ্ছে না

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০৪:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

নিশান, হোন্ডা একীভূত হচ্ছে না

প্রতীকী ছবি

প্রতিদ্বন্দ্বী হোন্ডার সাথে একীভূত হওয়ার আলোচনা বাতিল করে দিয়েছে নিশান। ৬০ বিলিয়ন ডলারের ওই প্রস্তাবটি বাস্তবায়িত হলে একীভূত প্রতিষ্ঠানটি বিশ্বের তিন নম্বর গাড়িনির্মাতায় পরিণত হতে পারত। তবে একীভূত প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় নিয়ে কিছু প্রশ্নও সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, দুই জাপানি গাড়িনির্মাতার মধ্যে ক্রমবর্ধমান মতপার্থক্য পরিস্থিতিকে জটিল করে তুলেছিল।

একীভূত হওয়ার আলোচনা ভেঙে যাওয়ার পর টোকিও স্টক এক্সচেঞ্জে নিশানের শেয়ারের দাম ৪ শতাংশ কমে গেছে। তবে হোন্ডার শেয়ারের াম ৮ শতাংশ বেড়েছে।

এ ঘটনাটি সমস্যাপীড়িত নিশানকে আরো বেকায়দায় ফেলে দেবে। তারা তাদের সঙ্কট থেকে উত্তরণের জন্য ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে, বৈশ্বিক সক্ষমতা ২০ শতাংশ কমিয়েছে।
গত ডিসেম্বরে টয়োটা ও নিশানের পরে অবস্থান করা জাপানের অন্যতম গাড়িনির্মাতা হোন্ডা জানিয়েছিল যে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতায় পরিণত হওয়ার আলোচনা চালাচ্ছে। 
একটি সূত্র জানায়, বাজারে তার ছোট প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি নিয়ে উদ্বেগে ছিল তারা। উল্লেখ্য, হোন্ডার বাজার মূল্য ৫১.৯০ বিলিয়ন ডলার। আর নিশানের ১.৪৪ ট্রিলিয়ন ডলার।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কার মধ্যে একীভূত হওয়ার আলোচনা শুরু হয়।
মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ করার ফলে হোন্ডা বা টয়োটার চেয়ে নিশানের জন্য বেশি বেদনাদায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন: