রোববার, ০৬ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’

ট্রাম্পের বিল পাস করাতে  মরিয়া রিপাবলিকানরা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৪, ৫ জুলাই ২০২৫

ট্রাম্পের বিল পাস করাতে  মরিয়া রিপাবলিকানরা

ছবি: সংগৃহীত

হাউস রিপাবলিকানরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর রেয়াত এবং ব্যয় কমানোর বিলটির পক্ষে ভোট দিতে প্রস্তুত। ৪ জুলাইয়ের শেষ সীমার মধ্যে দোটানায় থাকাদের বিরোধিতা দূর করার জন্য জিওপি নেতারা এবং প্রেসিডেন্ট নিজে তারেকে বোঝানোর চেষ্টা করছেন।
আরেকটি বিশৃঙ্খল দিন-রাত কাটার পর ক্যাপিটলে ভোরের আগে চূড়ান্ত বিতর্ক শুরু হয়। হাউস স্পিকার মাইক জনসন জোর দিয়ে বলেছেন যে সিনেট ন্যূনতম ব্যবধানে ট্রাম্পের বিশেষ অভ্যন্তরীণ পলিসি প্যাকেজ অনুমোদন করার পর হাউস বৈঠকে বসছে।

তিনি বলেন, ‘আমরা ৪ জুলাইয়ের চূড়ান্ত সময়সীমা পূরণ করব।’
এই ভোটাভুটির ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের জন্য মাইলফলক হতে পারে। তারা একে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ হিসেবে অভিহিত করেছে। 
বিলটির বিরোধিতায় ডেমোক্র্যাট সদস্যরা ঐক্যবদ্ধ। এটি পাসের মাধ্যমে রিপাবলিকানদের শক্তিমত্তাও প্রমাণিত হবে।
বিলটির মূলে রয়েছে ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর রেয়াত। এটি ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে চালু হয়েছিল। কংগ্রেস যদি অনুমোদন না করে, তবে এর মেয়াদ শেষ হয়ে যাবে। বিলটিতে শ্রমিকদেরকে টিপস ও ওভারটাইম প্রদান কমানোর বিষয়টি অনুমোদন করা হয়েছে। এছাড়া বছরে ৭৫ হাজার ডলারের কম আয়কারী সবচেয়ে বয়স্কদের ৬ হাজার ডলার করে কমানোর কথা রয়েছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা খাতে প্রায় ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। আবার ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের অ্যাজেন্ডা রয়েছে।
কর রেয়াতের ফলে যে আর্থিক ক্ষতি হবে তা পুষিয়ে নিতে মেডিকএইড স্বাস্থ্য পরিচর্যা এবং খাদ্য সহায়তা প্রকল্প থেকে ১.২ ট্রিলিয়ন ডলার প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। অনেকে বলছেন, এই বিল পাস হলে ১১.৮ মিলিয়নের বেশি লোক স্বাস্থ্য কভারেজ থেকে বঞ্চিত হবে।
এসব কারণেই ডেমোক্র্যাটরা একে ‘জঘন্য বিল’ হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এতে সমাজের গরিবদের বঞ্চিত করে ধনীদের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
 

শেয়ার করুন: