
ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসির এক ফেডারেল বিচারক রায় দিয়েছেন যে আশ্রয়ের জন্য আবেদন করতে ক্ষিণ সীমান্ত অতিক্রম করার জন্য লোকজনকে প্রবেশ থেকে বিরত রাখতে পারে না ট্রাম্প প্রশাসন। আালতের রায়ে আরো বলা হয়েছে, সংবিধান বা ফেডারেল অভিবাসন আইন কোনোটিই প্রেসিডেন্টকে ওই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয় না।
আশ্রয় প্রার্থনা ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্রের আইনের অংশ। এর ফলে যেসব ব্যক্তি নিজ দেশে নির্যাতনের শিকার হবেন বলে আশঙ্কা করেন, তারা যুক্তরাষ্ট্রে নিরাপদে থাকার জন্য আবেদন করতে পারেন। অতীতে অন্যান্য মার্কিন প্রেসিডেন্ট আশ্রয় প্রার্থনার কাজটি কঠিন করার চেষ্টা করেছেন। কিন্তু ট্রাম্পের আদেশটি ছিল নজিরবিহীন।
এসিএলইউর ইমিগ্র্যান্টস রাইটস প্রজেক্টের উপ-পরিচালক লি গেলার্ন্ট বলেন, ‘এটি স্পষ্টভাবে সকল আশ্রয়ের ওপর নিষেধাজ্ঞা।’
ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিবাসী অধিকার আদায়ে নিয়োজিত সংগঠন মামলা ায়ের করেছে। তারা যুক্তি দিচ্ছে যে প্রেসিডেন্টের ওই ঘোষণা নিজ দেশে সহিংসতা ও নির্যাতন থেকে রক্ষা পেতে চাওয়া হাজার হাজার লোককে বিপরে মুখে ফেলে দিয়েছে।
ইউএস ডিস্ট্রিক্ট জজ র্যানডোলফ ডি মস ১২৮ পৃষ্ঠার রায়ে লিখেছেন, ‘প্রেসিডেন্ট বিকল্প অভিবাসন ব্যবস্থা গ্রহণ করতে পারেন না।’ তবে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে।