বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০৪:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

মনির হায়দার

সিনিয়র সচিব পদমর্যাদায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাঁকে নিয়োগ দিয়ে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মনির হায়দার প্রায় তিন দশক ধরে দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এ ছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও সুপরিচিত।

এদিকে মনির হায়দারকে এ পদে নিয়োগ দেয়ায় দেশ এবং বিদেশের অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। 
 

শেয়ার করুন: