দেখতে দেখতে তিন বছর পার করেছে সাপ্তাহিক নবযুগ। নবযুগ এর জন্য এই তিন বছর কঠিন সময়। কঠিন সময় এই জন্যই যে, গত তিন বছর নবযুগকে নানা প্রতিকূলতা এবং ‘ভয়কে জয়’ করে এগুতে হয়েছে। তাই চতুর্থ বছর পদাপর্ণে নবযুগের সংকল্প হচ্ছে এখন থেকে ‘কঠিন ভয়কেও জয় করে’ সামনের দিকে এগুবে নবযুগ।