সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘সবচেয়ে খারাপ বাড়িওয়ালা’

২৪ ভবনে হাজারো আইন  লঙ্ঘনের রেকর্ড

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:১৪, ২৬ জানুয়ারি ২০২৬

২৪ ভবনে হাজারো আইন  লঙ্ঘনের রেকর্ড

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির ২০২৫ সালের ‘সবচেয়ে খারাপ বাড়িওয়ালা’ নির্ধারণ করা হয়েছে। পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস বুধবার প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে জানিয়েছেন, উক্ত বাড়িওয়ালা সিটির ইতিহাসে রেকর্ড সংখ্যক আইন লঙ্ঘনের মাধ্যমে রেকর্ড গড়েছেন।

উইলিয়ামস জানান, নিউ ইয়র্ক সিটির বিশাল আবাসন প্রতিষ্ঠান ‘এ অ্যান্ড ই রিয়েল এস্টেট হোল্ডিংস’-এর প্রেসিডেন্ট মার্গারেট ব্রুন, হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির নথিতে তার মালিকানাধীন ২৪টি ভবনে গত ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত রেকর্ড ৪,৮৭২টি অমীমাংসিত অভিযোগের দায়ে তালিকায় শীর্ষে রয়েছেন।
বুধবার এক বিবৃতিতে উইলিয়ামস বলেন, ‘এই তালিকায় থাকা প্রতিটি বিপজ্জনক লঙ্ঘন, প্রতিটি জরাজীর্ণ ভবন এবং প্রতিটি মুনাফালোভী বাড়িওয়ালা মানেই হলো তাদের ঘরে নিউ ইয়র্কবাসীদের দুর্ভোগের চিত্র। আমাদের তালিকার শীর্ষ দুই বাড়িওয়ালার বিরুদ্ধে সিটির ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি অভিযোগ রয়েছে, এবং তারা দুজনেই একই কোম্পানির হয়ে শহরজুড়ে ভাড়াটেদের ঠকাচ্ছেন।’
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একই প্রতিষ্ঠানের অ্যাসেট ম্যানেজার ডোনাল্ড হেস্টিংসের ৩৬টি ভবনে মোট ৩,৮৯৯টি অমীমাংসিত অভিযোগ রয়েছে। উইলিয়ামস জানান, ব্রুকলিন, ম্যানহাটন এবং কুইন্সজুড়ে এই জুটির মোট ৬০টি ভবনে গড়ে ৯,০০০টি অভিযোগ ঝুলে আছে।
গত সপ্তাহে মেয়র জোহরান মামদানি ‘এ অ্যান্ড ই রিয়েল এস্টেট হোল্ডিংস’-এর ১৪টি ভবনে ভাড়াটেদের হয়রানি এবং বিপজ্জনক পরিস্থিতির জন্য ২১ লাখ (২.১ মিলিয়ন) ডলার দেওয়ানি জরিমানা ঘোষণা করেছেন। এই সমঝোতার আওতায় প্রতিষ্ঠানটিকে ৪,০০০-এর বেশি ত্রুটি মেরামত করতে হবে এবং ভবিষ্যতে ভাড়াটেদের হয়রানি না করার প্রতিশ্রুতি দিতে হবে।
মেয়র মামদানি এক বিবৃতিতে বলেন, ‘নিউ ইয়র্ক সিটির প্রতিটি ভাড়াটের নিরাপদ ও বাসযোগ্য ঘরে থাকার অধিকার রয়েছে এবং আমাদের প্রশাসন ঠিক সেটিই নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে খারাপ পরিস্থিতি ও হয়রানির শিকার হয়েছেন, এই সমঝোতা তাদের জন্য স্বস্তি নিয়ে আসবে।’
এই বছরের তালিকায় নাম আসা অন্য খারাপ বাড়িওয়ালারা হলেন ব্যারি সিঙ্গার (২,৮৮৫টি অভিযোগ), জোসেফ ক্যাফিরো (২,৮৭১টি অভিযোগ) এবং পিটার ফাইন (২,২০৬টি অভিযোগ)। উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালের সবচেয়ে খারাপ বাড়িওয়ালা ড্যানিয়েল ওহেবশালোম মেরামত করতে ব্যর্থ হওয়ায় দুবার জেল খেটেছেন।
 

শেয়ার করুন: