মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ঈদুল আজহা : ত্যাগের  মহিমা ছড়িয়ে যাক 

শাহাব উদ্দিন সাগর

প্রকাশিত: ১২:৩৯, ১১ জুলাই ২০২২

ঈদুল আজহা : ত্যাগের  মহিমা ছড়িয়ে যাক 

শাহাব উদ্দিন সাগর, সম্পাদক-নবযুগ

আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ। সত্য ও সুন্দরের জন্য ত্যাগ স্বীকারের এক প্রতীকী রূপ ঈদুল আজহা।

সারা বিশ্বের মুসলমানরা সব  ভেদাভেদ ভুলে এই উৎসবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। ত্যাগের এই উৎসবে মানুষ নিজের ভেতরের আত্মম্ভরিতা ও স্বার্থপরতাকে কুরবানি দিয়ে প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। আজ থেকে প্রায় ৪ হাজার বছর আগেকার কথা। 
 

শেয়ার করুন: