শনিবার, ১২ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা 

ডিপোর্টেশন বাস্তবায়নে বিপুল অর্থ পাচ্ছে আইস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৭, ১১ জুলাই ২০২৫

ডিপোর্টেশন বাস্তবায়নে বিপুল অর্থ পাচ্ছে আইস

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইস বিপুল পরিমাণে বাজেট পাচ্ছে। ইতোমধ্যেই রিপাবলিকানরা বাজেটটি পাস করে দিয়েছে। এর মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সিকে কয়েক বিলিয়ন ডলার প্রদান করার ব্যবস্থা রয়েছে। ফেডারেল অন্য যেকোনো আইনপ্রয়োগকারী সংস্থার চেয়ে তাদেরকেই সবচেয়ে বেশি বাজেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আর এই বর্ধিত বাজেটের সাথে সাথে কাজও শুরু হয়ে গেছে। বর্ধিত বাজেটের প্রেক্ষাপটে চলতি সপ্তাহে টেক্সাসের একটি অভিবাসন কেন্দ্রে ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি জানিয়েছেন, তারা ফেডারেল ও স্থানীয় আইনপ্রয়োগকারী অফিসারদের গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছিল।
এদিকে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী লোকের সংখ্যা কমে এলেও তা বন্ধ হয়নি। বর্ডার জার টম হোম্যানের হিসাব অনুযায়ী গত জুনে মাত্র ছয় হাজার লোক সীমান্ত অতিক্রম করেছে। অথচ ২০২৪ সালের একই সময়ে ৮৩ হাজারের বেশি লোক সীমান্ত অতিক্রম করেছিল। অর্থাৎ সীমান্ত অতিক্রমকারী লোকের সংখ্যা শূন্যে নেমে আসেনি।
এই প্রেক্ষাপটে অভিবাসীদের গ্রেফতার অভিযান জোরদার হতে যাচ্ছে। টম হোম্যান জানিয়েছে, তারা প্রতি দিন সাত হাজার লোককে গ্রেফতার করতে চান।
হোয়াইট হাউস থেকে সাংবাদিক লরা ব্যারন-লোপেজ জানিয়েছেন, অভিবাসন বাস্তবায়ন এবং ডিপোর্টেশন কার্যক্রমে ১৬০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে। এছাড়া সীমান্ত প্রাচীর নির্মাণে ব্যয় হবে ৪৬.৫ বিলিয়ন ডলার, ৪৫ বিলিয়ন ডলার যাবে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে এবং ৩০ বিলিয়ন ডলার খরচ হবে আইস স্টাফদের নিয়োগ ও প্রশিক্ষণ দিতে, ৩.৩ বিলিয়ন ডলার লাগবে ইমিগ্রেশন কোর্ট বিচারক ও অ্যাটর্নিদের পেছনে।
 

শেয়ার করুন: