শনিবার, ১২ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আসছে জোয়েল বার্গের বিশ্লেষণ

নিউইয়র্ক সিটির গরিবদের কষ্ট  বাড়াবে ট্রাম্পের ব্যবস্থা!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৮, ১১ জুলাই ২০২৫

নিউইয়র্ক সিটির গরিবদের কষ্ট  বাড়াবে ট্রাম্পের ব্যবস্থা!

ছবি: সংগৃহীত

জাতীয় নীতিতে সাম্প্রতিক পরিবর্তন এবং স্থানীয়ভাবে দেওয়া সাহসী প্রস্তাবগুলো নিউইয়র্ক সিটির গরিব লোকদের সন্ধিক্ষণে ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য পাস হওয়া বিলে একসময়ে ফুড স্ট্যাম্পস হিসেবে পরিচিত ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ থেকে কয়েক বিলিয়ন ডলার ছাঁটাই করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থার প্রস্তাব করেছেন। তার প্রস্তাবে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরার সবগুলোতেই নগর কর্তৃপক্ষের তহবিলপুষ্ট গ্রোসারি স্টোর চালুর কথা বলা হয়েছে।

এসব পরিবর্তনের পরিণাম কী হতে পারে, তা ব্যাখ্যা করতে হাঙ্গার ফ্রি আমেরিকার সিইও জোয়েল বার্গ এনওয়াই১-এর ইরল লুইয়ের শোয়ে উপস্থিত হয়েছেন। ২০২৭ সালে কার্যকর হলে ট্রাম্পের ব্যয় কমানোর প্রভাব নিউ ইয়র্কারদের মধ্যে কেমন পড়বে? মামদানির মতো স্থানীয় প্রস্তাবগুলো কি নিউ ইয়র্ক সিটির ক্ষুধা কমাতে পারবে? বার্গ বেতন বাড়ানো, আরো বেশি গৃহ নির্মাণ, ক্ষুধার মূল কারণ ূরসহ যেসব নীতির পরিবর্তন রকার, সেগুলো নিয়ে আলোচনা করেছেন।
শো নিয়ে কিছু কথা
এনওয়াই১-এর ইরল লুই অনেক বছর ধরেই প্রভাবশালী রাজনীতিবিদ ও সাংস্কৃতিক আইকনদের সাক্ষাতকার নিয়ে আসছেন। তবে যখন টিভি ক্যামেরাগুলো বন্ধ থাকে, তখন অবস্থা বেশ আকর্ষণীয় হয়ে পড়ে। যারা নিউইয়র্ক এবং এর বাইরের ুনিয়ার ভবিষ্যত গড়ে দিচ্ছেন, আগে না বলা তারে ক্যারিয়ার হাইলাইটস, ব্যক্তিগত মুহূর্ত ইত্যাদি অনেক কাহিনী অন্তরঙ্গ আলাপচারিতায় ওঠে আসে। প্রতি বুধবার ‘ইউ ডিসাইড উইথ ইরল লুই’ পডকাস্টটি শুনতে পারেন অনেক অজানা জানার জন্য।
 

শেয়ার করুন: