শনিবার, ১২ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চট্টগ্রাম সমিতির আনন্দঘন  বনভোজন সম্পন্ন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৪০, ১১ জুলাই ২০২৫

চট্টগ্রাম সমিতির আনন্দঘন  বনভোজন সম্পন্ন

ছবি - নবযুগ

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের বনভোজন আনন্দঘন ও বিপুল চট্টগ্রামবাসীর অংশ গ্রহনে সম্পন্ন হয়েছে। গত ৬ জুলাই, লং আইল্যান্ডের বেল্টমন্ট স্টেট লেক পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।  সকাল ৯ টা থেকে বনভোজনে আমন্ত্রিত অতিথিরা যোগ দিতে শুরু করেন। আটলান্টা, লস এঞ্জেলেস, আটলান্টিক সিটি, বাফেলো, ফিলাডেলফিয়া, নিউজার্সি, কানেক্টিকাট ও কেন্টাকি থেকেও অনেকে বনভোজনে যোগ দেন।  

বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বেলুন উড়িয়ে। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী কাদের মিয়া। বনভোজন কমিটির সদস্য সচিব এবং সমিতির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছা’র পরিচালনায় বয়েসভিত্তিক দৌড়, অংকের খেলা, ফুটবল, মেয়েদের হাঁড়িভাঙা, দড়ি টানাটানি আয়োজন সবাই উপভোগ করেন। সংগীত পরিবেশন করেন বাপ্পি সোম, হাসান মাহমুদ, নাসির ও  শিমুল খান প্রমুখ। 
অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় রাফেল ড্র। প্রথম পুরুষ্কার ছিল এক ভরি ওজনে সোনার চেইন, দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা এয়ার টিকিট, ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপ (একাধিক) এবং আরো অন্যান্য আকর্ষণীয় পুরস্কার!
দিনব্যাপি বনভোজনের সহযোগিতা করেন এবং উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জুবায়ের মানিক, ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি সরোয়ার জামান সিপিএ, ট্রাষ্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা কোষাধক্ষ্য শামশুল আলম, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, নির্বাচন কমিশনার এবং সাপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাব উদ্দিন সাগর , নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম হারুন, নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ হান্নান, এটর্নি মঈন চৌধুরী, আবুল হাশেম-সিপিএ, কাজী আশরাফ হোসেন নয়ন, সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, সাবেক উপদেষ্টা  এনাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুর্শেদ রিজবি চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আবুল কাশেম চট্টলা, মোঃ নুরুল আনোয়ার, কামাল হোসেন মিঠু, সাবেক সহ সভাপতি খোকন কে চৌধুরী, ব্যাংকার ফজলুল কাদের, সিপিএ শ্রাবণী, ব্যবসায়ি মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আমিন, অ্যাডভোকেট মুজিবর রহমান, আজীবন সদস্য সারওআর হোসেন, সন্দ্বীপ পৌরসভা সমিতির সভাপতি হাজী জাফরউল্লাহ, ডাঃ সায়ারা হক এম ডি, ইঞ্জিনিয়ার মোহামমদ হক, সাতকানিয়া সমিতির উপদেষ্টা মোহাম্মদ নবী চৌধুরী, খোরশেদ আলম, নাসির আহমেদ, সাতকানিয়া সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক  নুরুল আমিন, মিরসরাই সমিতির আবু তাহের, কাউছার আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাসান রিজভী চৌধুরী, আজীবন সদস্য গোলাম মাওলা, বাহদুর চৌধুরী, সমিতির সাবেক কোষাধক্ষ্য দিদারুল আলম, মতিউর রহমান, সাবেক ক্রীড়া  সম্পাদক জামাল চৌধুরী, কাতার চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সফিক বাবু, ফারুক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ি নজরুর ইসলাম, মোহামমদ হাবিব মনোয়ার তালুকদার, মো: আলী নূর- সিনিয়র সহ-সভাপতি, ফরিদ আহমেদ চৌধুরী তারেক-সহ-সভাপতি, মোঃ কলিমউল্ল্যাহ-যুগ্ম সাধারণ সম্পাদক, এ আজিজ সোহেল-সহ সাধারণ সম্পাদক, মোঃ শফিকুল আলম-কোষাধ্যক্ষ, মোঃ নুরুল আমিন-সহকারী কোষাধ্যক্ষ, মোঃ তানিম মহসিন- সাংগঠনিক সম্পাদক, অজয় প্রসাদ তালুকদার-অফিস সম্পাদক, ইমরুল কায়সার-সহকারী অফিস সম্পাদক, মো:এনামুল হক চৌধুরী-শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ জাবের শফি-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আকতার হোছাইন-সমাজ কল্যাণ সম্পাদক, মো : ইসা-ক্রীড়া সম্পাদক,  মোঃ নাসির চৌধুরী-কার্যনির্বাহী সদস্য, পল্লব রায়-কার্যনির্বাহী সদস্য, মোঃ মহিম উদ্দিন-কার্যনির্বাহী সদস্য প্রমুখ।
চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মহম্মদ আরিফুল ইসলাম, বনভোজন কমিটির আহবায়ক ইমরুল কায়সার ও সদস্য সচিব  মোহাম্মদ ইছা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। সংবাদ বিজ্ঞপ্তি। 
 

শেয়ার করুন: