দীর্ঘ ১৬ বা ১৭ বছর পর বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নরকে প্রবাসীরা কাছে পাবেন, তাদের দাবী দাওয়া তুলে ধরবেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করবেন। কিন্তু তা হলো না। সব ঠিক থাকলেও কোন এক অদৃশ্য কারণে সাধারণ প্রবাসীদের সঙ্গে দেখা করেননি বাংলাদশে ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৪র্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে তার যোগ দেয়ার কথা ছিল। তিনি রেমিট্যান্স ফেয়ারস্থল জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের ১০০ গজ দূরে দুটি মিডিয়া অফিস ভিজিট করলেও দেখা দেননি বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ারে উপস্থিত প্রবাসীদের। যাদের মধ্যে আবার অনেকে এসেছিলেন নিউজার্সি, কানেক্টিকাটের মতো রাজ্য থেকেও।
সরেজমিন ফেয়ার প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, গর্ভনর অনুষ্ঠানে না আসায় প্রবাসীরা ক্ষুব্ধ হয়েছেন, হয়েছেন হতাশ।