সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কমিউনিটির বিশিষ্টজনের সঙ্গে  জে. মোল্লা সানির মতবিনিময়

নিউইয়র্ক

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ জানুয়ারি ২০২৬

কমিউনিটির বিশিষ্টজনের সঙ্গে  জে. মোল্লা সানির মতবিনিময়

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক স্টেটের ডিস্ট্রিক্ট থার্টি টু’র এসেম্বলিম্যান পদে প্রার্থীতা ঘোষণার লক্ষে কমিউনিটির বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় করেছেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জে মোল্লা সানি ( মোহাম্মদ মোল্লা)। গত বুধবার জ্যামাইকার হিসলাইডের সাংপাই রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত হন। এ সময় জে. মোল্লা সানি ডিস্ট্রিক্ট থার্টি টু এর এসেম্বেলিম্যান পদে প্রার্থী হওয়া গেলে কিভাবে সফল হওয়া যাবে সে বিষয়ে বিস্তর ধারণা দেন। সকলে সহযোগিতা করলে তিনি বিজয় ছিনিয়ে আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি সহ সভাপতি কামরুল ইসলাম সনি, কমিউনিটি নেতা নওশাদ হায়দার, সাংবাদিক শাহ জে চৌধুরী, রিমি ভূইয়া, নাবিল প্রমুখ।  
 

শেয়ার করুন: