
ছবি: সংগৃহীত
এনওয়াইসিএইচএ হলো নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় ল্যান্ডলর্ড। তারা চার লাখের বেশি লোকের থাকার ব্যবস্থা করে দিয়েছে। তবে এনওয়াইসিএইচএ-এর পুরনো বাড়িগুলো আর জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো অবস্থায় নেই। এই প্রেক্ষাপটে কিছু সমস্যা সমাধানে নতুন করে ১.২ বিলিয়ন ডলারের স্টেট ফা-ের ব্যবস্থা করা হয়েছে। এই অর্থ দিয়ে নতুন এলিভেটর, আধুনিক হিটিং এবং কুলিং কমপ্রেসরের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে ডেপুটি চিফ অ্যাসেট ক্যাপিটল ম্যানেজমেন্ট অফিসার ডাইলান বেকার-রাইস বলেন, ‘বয়সের বিবেচনা করলে দেখা যাবে, এসব ভবনের অনেকগুলো বেশ আগেই তাদের সময়সীমা অতিক্রম করে ফেলেছে। ফলে এগুলো বদলাতে হবে।’
তিনি নিজেই এসব কাজ তদারকি করছেন।
তবে অনেক বছর ধরে ফেডারেল বাজেট ছাঁটাই হতে থাকায় এনওয়াইসিএইচএ জানাচ্ছে, প্রতিটি অ্যাপার্টমেন্টকে মানদ-ে আনার জন্য তাদের দরকার ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ চাহিদা ও সক্ষমতার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। এই ব্যবধান পূরণের কাজটি করতে হবে রাজ্য ও বেসরকারি অর্থে।
ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা নিয়ে অধিবাসীরা বেশ ক্ষুব্ধ। এনওয়াইসিএইচএ ভাড়াটে জিজি ব্রাট বলেন, ‘ভবনগুলো ক্রমাগত আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে।
এনওয়াইসিএইচএ-এর আরেক ভাড়াটে লুই মেদিনা বলেন, এনওয়াইসিএইচএ-এর বড় বড় সিইওর উচিত সরেজমিনে এসে অ্যাপার্টমেন্টলো দেখা।’
শতাধিক এলিভেটর এবং কয়েক ডজন হিটিং সিস্টেম হয়তো নতুন করে লাগানো হবে। তবে ভাঙা তালা, ফুটো পাইপ ইত্যাদি সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে ভাড়াটেরা চিন্তিত।
রাজ্য ভবিষ্যতের মেরামতিতে আরো অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।