বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে কানাডার আদালত। এ নিয়ে দলটি পঞ্চমবারের মতো কানাডার আদালত থেকে সন্ত্রাসী খেতাব পেলো। বিএনপির এক নেতা মোহাম্মদ জিসেফ ইবনে হক মিথ্যা, বানোয়াট, আজগুবি তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগারের কল্পকাহিনী তৈরি করে রাজনৈতিক আশ্রয় প্রার্থণা করলে কানাডার আদালত তদন্ত করে দেখতে পান এই প্রার্থীর দেয়া সব তথ্য ভূয়া এবং সাজানো গল্প। একারণে সাথে সাথে তার আবেদন নাকচ করে দেয়।