শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘বিগ অ্যাপল’-এর অগ্রাধিকারগুলো

অভিজ্ঞ বাজেট বিশেষজ্ঞকে  নিয়োগ মামদানির

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ৯ জানুয়ারি ২০২৬

অভিজ্ঞ বাজেট বিশেষজ্ঞকে  নিয়োগ মামদানির

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সমাজতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়নে রাজ্য আইনপ্রণেতাদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে বাজেট অভিজ্ঞ সিমোনিয়া ব্রাউনকে নিয়োগ দিয়েছেন।

৪২ বছর বয়সী ব্রাউন ‘নীতি ও কৌশল’ বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার হিসেবে সিটি হলে ফিরছেন। এর আগে তিনি সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর সময়েও আলবেনিতে ‘বিগ অ্যাপল’-এর (নিউইয়র্ক সিটি) অগ্রাধিকারগুলো তুলে ধরার জন্য একই ধরনের দায়িত্ব পালন করেছিলেন।
মামদানি এক বিবৃতিতে বলেন, “বাজেট জয় এবং শ্রমজীবী মানুষের জীবনমানোন্নয়নে নীতি নির্ধারণে তার ট্র্যাক রেকর্ড আমাদের জন্য অমূল্য হবে। কারণ আমরা নিউ ইয়র্কবাসীদের জন্য আমাদের ‘অ্যাফোর্ড্যাবিলিটি এজেন্ডা’ (সাশ্রয়ী জীবনযাত্রার পরিকল্পনা) বাস্তবায়নে কাজ করছি।”
ব্রাউনের এই নিয়োগ মামদানির আগের পছন্দ সিয়া উইভারের তুলনায় অনেক কম বিতর্কিত বলে মনে হচ্ছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা-র সদস্য এবং ভাড়াটে অধিকার কর্মী উইভারের অতীত বেশ উত্তপ্ত ছিল, যেখানে তিনি একসময় নিজের মালিকানাধীন বাড়ি থাকাকে ‘শ্বেতাঙ্গ আধিপত্যের অস্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছিলেন।
বিপরীতে, ব্রাউন তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী গত দুই দশকে আলবেনি এবং নিউ ইয়র্ক সিটি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে প্রচারবিমুখ কিন্তু প্রভাবশালী সরকারি কর্মকর্তা হিসেবে ক্যারিয়ার গড়েছেন। সর্বশেষ তিনি নিউ ইয়র্ক স্টেট কন্ট্রোলার থমাস পি. ডিনাপোলির অধীনে সহকারী কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামদানি নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক অধিকার ও দারিদ্র্য বিমোচনবিষয়ক আইনজীবী ক্রিস্টিন ক্লার্ককে ‘সিটি কমিশন অন হিউম্যান রাইটস’-এর চেয়ারপারসন ও কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।
ওবারলিন কলেজ এবং ইয়েল ল স্কুলের স্নাতক ক্লার্ক সাংবিধানিক ও নাগরিক অধিকার আইন নিয়ে ক্যারিয়ার গড়েছেন। তিনি ‘লিগ্যাল সার্ভিসেস এনওয়াইসি’-তে সিভিল রাইটস জাস্টিস ইনিশিয়েটিভের পরিচালক ছিলেন এবং ‘প্ল্যানড প্যারেন্টহুড’-এর হয়ে জাতীয় পর্যায়ে গর্ভপাত অধিকার-সংক্রান্ত মামলাগুলো পরিচালনা করেছেন।
 

শেয়ার করুন: