ছবি: সংগৃহীত
লং আইল্যান্ডের একটি ডেলি শপ থেকে নিউ ইয়র্ক লটোর জ্যাকপট-বিজয়ী টিকিট বিক্রি হওয়ায় একজন লটারি খেলোয়াড় এখন বিশাল সম্পদের মালিক হতে চলেছেন।
নিউ ইয়র্ক লটারি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ১৩.৯ মিলিয়ন (১ কোটি ৩৯ লক্ষ) ডলার মূল্যের এই শীর্ষ পুরস্কারের টিকিটটি হিকসভিলের ‘লাভলি কার্ডস অ্যান্ড গিফট’ থেকে কেনা হয়েছে।
বুধবার, ২৪ ডিসেম্বরের ড্র-তে বিজয়ী নম্বরগুলো ছিল : ৪ - ১১- ২৩ - ৩৮ - ৪১ - ৪৯ এবং বোনাস নম্বর ২৬।
জ্যাকপট-বিজয়ী টিকিটটি প্রধান ছয়টি নম্বরের সবকটির সাথেই মিলে গেছে।
বিজয়ীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ড্র গেমের বিজয়ীরা ড্র-এর তারিখ থেকে এক বছর পর্যন্ত সময় পান তাদের পুরস্কারের দাবি করার জন্য।

















