
ছবি: সংগৃহীত
ট্রাম্প প্রাশাসনের অভিবাসী দমন অভিযানের সময় ফেডারেল অ্যাজেন্সিগুলোর সাথে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) কিভাবে কাজ করেছে, তা খতিয়ে দেখার জন্য নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সিটি কাউন্সিল। একটি অনুরোধপত্রে বলা হয়েছে, ‘নিউইয়র্কের বাসিন্দাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে তাদের নিজস্ব নগর সরকা তাদের নাগরিক অধিকার লঙ্ঘনের কাজে অংশ নেবে না।’
এক্সে এক পোস্টে সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস বলেন, ‘ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাংবিধানিক অধিকার আক্রান্ত হওয়ায় আমাদের সিটি অ্যাজেন্সিগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
কাউন্সিল স্পিকার বলেন, নাগরিক অধিকারের বিষয়াদিতে (এসব বিষয় নিউইয়র্ক সিটির অলঙ্ঘনীয়তার নীতি লঙ্ঘন করার অভিযোগ) আইসিইর সাথে এনওয়াইপিডি সহযোগিতা করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেগুলো তদন্ত বিভাগ যাচাই করে দেখবে বলে তিনি আশা করেন।
অ্যাডামস বলেন, ‘আমাদের আইন অবশ্যই অনুসরণ করতে হবে, নগর সংস্থাগুলোকে কোনোভাবেই নির্বোধের মতো ট্রাম্প প্রশাসনের কাজে সহযোগিতা করতে পারে না।’
নিউইয়র্ক সিটি পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার একটি হলো লেকা করিদিয়ার গ্রেফতারে আইন লঙ্ঘন। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। খবরে প্রকাশ, এই ছাত্রীর গ্রেফতারের আগে নিউইয়র্ক পুলিশ ফেডারেল কর্তৃপক্ষের কাছে নিজস্ব তথ্য সরবরাহ করেছিল। ওই তথ্য পেয়েই ফেডারেল কর্তৃপক্ষ জানায় যে লেকার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
সিটি কাউন্সিল ইমিগ্রেশন চেয়ার আলেক্সা অ্যাভিলেস বলেন, এখন দেখতে হবে, নিউইয়র্ক পুলিশ না বুঝেই তথ্যটি দিয়েছিল নাকি নিউইয়র্ক পুলিশকে বিভ্রান্ত করেছিল ফেড কর্তৃপক্ষ।
অবশ্য নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা ফৌজদারি মামলাগুলো ছাড়া অন্য কোনো ব্যাপারেই ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করেনি।
এক বিবৃতিতে সিটি হল জানিয়েছে, এটাও পরিষ্কার হতে হবে যে মেয়র অ্যাডামসের প্রশাসন স্থানীয় আইন অনুসরণ করছে এবং তারা কোনোভাবেই বেসামরিক নাগরিকদের বহিষ্কারে আইসিইর সাথে সহযোগিতা করছে না।