ছবি: সংগৃহীত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ১২তম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ শেষ হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে দুদিনব্যাপী এই সংলাপের সমাপ্তি হয়। সংলাপে দুই দেশের সামরিক প্রতিনিধি দল অংশ নেয়। এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচিত হয়। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এবং যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস। বাংলাদেশের পক্ষে সংলাপে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ডসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















