শুক্রবার, ২০ জুন ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আসন বাড়ানোর পরিকল্পনা

লং আইল্যান্ড হাসপাতালকে  বাঁচাতে ৬৫০ মিলিয়ন ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩২, ২৩ মে ২০২৫

লং আইল্যান্ড হাসপাতালকে  বাঁচাতে ৬৫০ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

এনওয়াইইউ ল্যাংওয়ান এখন তার সদ্য ক্রয় করা পাটচোগের লং আইল্যান্ড হাসপাতাল ব্যাপকভাবে সম্প্রসারণের জন্য ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সাবেক লং আইল্যান্ড কমিউনিটি হাসপাতালটির নাম এখন এনওয়াইইউ ল্যাংওয়ান হাসপাতাল-সাফক। এখানে এখন একান্ত কক্ষ, সম্প্রসারিত পরিষেবা ও সর্বশেষ চিকিৎসা প্রযুক্তি-সংবলিত আরো ১৪৪ আসনবিশিষ্ট আসন বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
বর্তমানে সাফক কাউন্টি হাসপাতালের আসন সংখ্যা মাত্র ৩০৬টি। এওছাড়া ১১টি সার্জিক্যাল কক্ষ, ২০টি আবাসিক মানসিক রোগী চিকিৎসার কক্ষ আছে।

কর্মকর্তারা বলছেন, সার্বিক সংস্কার করা হলে একসময়ের ‘অসুস্থ’ এই চিকিৎসাকেন্দ্রটি কমিউনিটির ওপর ‘প্রবল প্রভাব’ ফেলবে।
হাসপাতালটির প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. রবি গুপ্ত মিডিয়াকে বলেছেন, এটির কাঠামো বেশ পুরনো। একে এখন যথাযথভাবে সংস্কার করা হচ্ছে। এটি হবে সুন্দর একটি হাসপাতাল।
গত মার্চে হাসপাতালটি এনওয়াইইউ ল্যাংওয়ানের সাথে মিশে যায়। নতুন বহিঃবিভাগ নির্মাণের উদ্যোগের পাশাপাশি মানসিক রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।
অবশ্য, পরিকল্পনাটি এখনো পাস হয়নি। হলে এটি হবে এখানকার সবচেয়ে বড় আধুনিকায়ন।
তাছাড়া প্রস্তাবিত ভবনটি কত তলাবিশিষ্ট হবে তাও বলা হয়নি। তবে এখানে ফার্মেসি, ফিজিক্যাল থেরাপি, সংক্রমণ প্রতিরোধের মতো ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
 

শেয়ার করুন: