বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সাথে নিয়ে গেছে ১৪ বিলিয়ন ডলার!

নিউইয়র্ক সিটি ছেড়েছে  সোয়া লাখ বাসিন্দা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৬, ২ মে ২০২৫

নিউইয়র্ক সিটি ছেড়েছে  সোয়া লাখ বাসিন্দা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক থেকে লোকজন পালাচ্ছে! গত কয়েক বছরে সোয়া লাখের বেশি নিউইয়র্কার ফ্লোরিডা চলে গেছে। আর তারা কিন্তু খালি হাতে যায়নি। সাথে করে ১৪ বিলিয়ন ডলার নিয়ে গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নিউইয়র্কভিত্তিক আর্থিক নজরদারি প্রতিষ্ঠান সিটিজেন্স বাজেট কমিশনের তথ্যে দেখা যায় যে গত পাঁচ বছরে এদের এক-তৃতীয়াংশ তথা ৪১,২৫১ জন গেছে নিউইয়র্ক সিটি থেকে। তারা মিয়ামি-ডেড, পাম বিচ ও ব্রোওয়ার্ড কাউন্টির মতো স্থানে পাড়ি জমিয়েছে। আর কেবল এই তিনটি কাউন্টিতে ২০১৮ থেকে ২০২২ সময়কালে এসব লোকের চলে যাওয়ার কারণে নিউইয়র্ক সিটি থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার হারিয়ে গেছে।

এছাড়া সানশাইন স্টেটের অন্যান্য অংশে চলে যাওয়া ৮৫ হাজার লোকের নিয়ে যাওয়া ৩.৮ বিলিয়ন ডলারের হিসাব এতে যোগ হয়নি।
এসব লোক কেন নিউইয়র্ক ছাড়ছে? সিবিসি প্রেসিডেন্ট অ্যান্ড্রু রেইন জানাচ্ছেন যে সুযোগ-সুবিধা বেশি পাওয়ায় তারা চলে যাচ্ছেন।
তিনি বলেন, প্রশ্ন ওঠছে যে নিউইয়র্ক কী দিচ্ছে। নিউইয়র্কে বসবাস ব্যয়বহুল হওয়ায় তারা ওই সিদ্ধান্ত নিচ্ছে।
জানা গেছে, করোনা মহামারি থেকে উদ্ধার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া, স্বচ্ছলতা ফিরতে দেরি হওয়া, আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য না হওয়া এবং নিরাপত্তাগত কারণে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় পাড়ি জমাতে আগ্রহী হচ্ছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, যারা নিউইয়র্ক ছাড়ছে, তাদের অনেকে উচ্চতর বেতন পেয়ে থাকে। ফলে তাদের চলে যাওয়া মানে এখানকার অর্থনৈতিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হওয়া।
প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক থেকে মিয়ামি-ডেডে চলে যাওয়া প্রায় ২৬ হাজার লোকের মাথাপিছু আয় ২,৬৬,০০০ ডলারের বেশি। আর পাম বিচ কাউন্টিতে যারা গেছে, তাদের মাথাপিছু আয় ১,৮৯,০০০ ডলার।
আর ধনী নিউইয়র্কারদের চলে যাওয়ার আর্থিক প্রভাব বেশ বড়। কারণ, নগরীর শীর্ষ ১ শতাংশ করদাতাই রাজ্যের মোট আয়করের ৪০ ভাগ দিয়ে থাকে।
আর সবাই যে কেবল ফ্লোরিডায় যাচ্ছে তা নয়। উত্তর-পূর্বের অনেক রাজ্যেও তারা চলে যাচ্ছে।
 

শেয়ার করুন: