
ছবি: সংগৃহীত
এমটিএর ৬৮ বিলিয়ন ডলারের বিশাল ক্যাপিটাল প্লান বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের ওপর পেরোল ট্যাক্স ধার্য করার যে পরিকল্পনা করছেন গভর্নর ক্যাথি হোকুল, তাতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন নিউইয়র্ক সিটির ব্যবসায়ীরা। তারা এমনকি নগরীটি ছাড়ার কথা পর্যন্ত ভাবছেন।
ব্যবসায় মালিক এবং শিল্প প্রতিনিধিরা বলছেন, ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বড় বড় কোম্পানি নিউইয়র্ক রাজ্য ত্যাগ করবে। আর তাতে শ্রমিকদের সমস্যা বাড়বে।
গভর্নর এবং আলবানি ডেমোক্র্যাটরা সোমবার রাজ্যে বাজেট নিয়ে যে চুক্তিতে পৌঁছেছেন, তাতে ওই কর বাড়ানোর কথা রয়েছে।
বিলিয়নিয়ার ব্যবসায়ী মোগল জন ক্যাটসিম্যাটিডিস বলেন, ‘নিউইয়র্ক রাজ্য ত্যাগ তবে বিশাল। আর তা হলে নিউইয়র্কে বিনিয়োগের জন্য ব্যবসায়ী থাকতে অতি সামান্য।’
জানা গেছে, নিউইয়র্ক সিটির জন্য নতুন পরিকল্পনায় পেরোল ট্যাক্স ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ০.৮৯৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার ডাচেস, অরেঞ্জ, পাটনাম, রকল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টির জন্য ০.৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ০.৬৩৫ করার কথা বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, এটি নিউইয়র্কের পাঁচ থেকে ১০ হাজার কোম্পানির জন্য প্রযোজ্য হতে পারে।
আর ধনকুবের ক্যাটসিম্যাটিডিস এই বর্ধিত অর্থ তলাবিহীন ঝুড়ি এমটিএর জন্য কোনোই কাজে আসবে না।
এমটিএর ট্রেন, স্টেশন, অবকাঠামো আধুনিকায়ন করার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আর ওই প্রয়োজন মেটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনেক আইনপ্রণেতা এবং ব্যবসায়ীর বিরোধিতার মধ্যেও হোকুল পেরোল ট্যাক্স বাড়ানোর পক্ষে দৃঢ়তা অবলম্বন করছেন।
রিপাবলিকান মাইক লওয়ার বলেন, এমটিএ ডুবছে অব্যবস্থাপনার কারণে। আর নাসাউ কাউন্টি নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান বলেন, বর্ধিত কর ব্যবসায়ীদের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করবে। অথচ এসব ব্যবসায়ীই চাকরির ব্যবস্থা করেন, অর্থনীতির নিরাপত্তার ব্যবস্থা করেন।