বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অভিবাসন নিয়ে নতুন পদক্ষেপ ট্রাম্পের

ট্রাকারসহ মোটরচালকদের  ইংরেজি জানা বাধ্যতামূলক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১১, ২ মে ২০২৫

ট্রাকারসহ মোটরচালকদের  ইংরেজি জানা বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন-সংশ্লিষ্ট নতুন নির্বাহী আদেশে সই করেছেন। এতে ট্রাকারসহ মোটরচালকদের জন্য ইংরেজি ভাষার ওপর দক্ষতা বাধ্যতামূলক করা হয়েছে। এমন আইন আগে থেকেই রয়েছে। তবে ট্রাম্প বলেছেন, ওই আইন অনেক বছর ধরে প্রয়োগ না করার কারণে রাস্তাগুলো নিরাপদ হচ্ছে না।

তিনি বলেন, ‘আমার প্রশাসন আমেরিকান ট্রাকার, ড্রাইভার, যাত্রী এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা নিশ্চিত করবে। আর তা করা হবে যারা গাড়ি চালান, তাদেরকে আমাদের জাতীয় ভাষা ইংরেজিতে দক্ষতা নিশ্চিত করানোর মাধ্যমে।’
ট্রাম্পের সই করা আরেকটি আদেশে রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগের ক্ষেত্রে সামরিক বাহিনীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এতে সরকারি দায়িত্ব পালনের সময় যেসব কর্মকর্তার বিরুদ্ধে অন্যায় করার অভিযোগ এসেছে, তাদের প্রতি সমর্থন আইনগত সমর্থন জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আইন প্রয়োগ করতে গিয়ে তারা অন্যায়ভাবে আর্থিক ও অন্যান্য ক্ষতির মুখে পড়েছেন, তাদের প্রতি আইনগত সুরক্ষা এবং দায়মুক্তির ব্যবস্থা করার জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির অফিসকে নির্দেশ দেওয়া হচ্ছে।
 

শেয়ার করুন: