বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আলবেনীতে করা হচ্ছে এ আয়োজন

দুই দিনব্যাপী ইসলামিক  কনভেনশন শুরু ২৮ জুন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৬:৫১, ২ মে ২০২৫

দুই দিনব্যাপী ইসলামিক  কনভেনশন শুরু ২৮ জুন

ছবি - নবযুগ

নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন। আগামী ২৮ ও ২৯ জুন প্রবাস প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির আলোকে এগিয়ে নিতে ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’ এই কনভেনশনের আয়োজন করছে।

এ উপলক্ষে নিউইয়র্কে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনভেনশন সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।
আয়োজকরা জানান, প্রবাসী যুব সমাজকে ইসলামিক চিন্তাধারায় গড়ে তোলার পাশাপাশি, প্রথম প্রজন্মের মুসলিমদের সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে এই আয়োজন। থাকবে সেমিনার, ওয়ার্কশপ এবং জীবনঘনিষ্ঠ আলোচনার বিভিন্ন সেশন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় আড়াই হাজার মুসলমান এই কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’র এই উদ্যোগ শুধু ধর্মীয় আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং প্রবাস জীবনে ইসলামী মূল্যবোধ ধরে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন আয়োজকরা।
সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুল আযম আল-আজহারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ২৮ ও ২৯ জুন  আলবেনিতে দুদিন ব্যাপী এক আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারগন অলোচনা করবেন। জেনারেল সেশনের পাশাপশি এই কনফারেন্সে রয়েছে ইয়থ ও মহিলাদের জন্য থাকবে আলাদা সেশন। বর্তমান বিশ্বে সাম্য ও শান্তির পতাকাধারী ইসলাম ও মুসলিম মিল্লাতকে নানা নেতিবাচক অপবাদের মুখোমুখি করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামের সুফি-সুন্নি মতাদর্শ মুলত প্রেম এ মানবতা দিয়েই সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। আমাদের কর্মকা-ের মুল লক্ষ্য আল্লাহ ও আল্লাহর রাসুল (দ:) এর প্রেমময় পথ নির্দেশনাকে তুলে ধরা। কনফারেন্সে যাতে সকলে সহজেই অংশ নিতে পারেন  তার জন্য  দুদিনের দুবেলা খাবার ও রিপ্রেশমেন্টসহ  রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে জন প্রতি মাত্র ৭৫ ডলার। ফ্যামেলি প্যকেজে যা আরো কম, ৪ বছর বয়স পর্যন্ত ফ্রি। একই সাথে ভেন্যুর আশপাশের আটটি হোটেলে রয়েছে বিশেষ ছাড় মূল্যে রাত্রি যাপনের ব্যবস্থা। প্রথম কনফারেন্সে বিভিন্ন স্টেট থেকে আড়াই হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চিটাগং সমিতির সভাপতি আবু তাহের সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
 

শেয়ার করুন: