বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘জেমিনি অ্যাওয়ার্ড’  অনুষ্ঠান ৯ মে

নিউইয়র্ক

প্রকাশিত: ১৪:৫২, ২ মে ২০২৫

‘জেমিনি অ্যাওয়ার্ড’  অনুষ্ঠান ৯ মে

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘জেমিনি’র দশম প্র্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষ্যে ‘জেমিনি অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ৯ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্ট’ জেমিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক এবং গোল্ডেন এজ হোমকেয়ার-এর প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে ‘জেমিনি অ্যাওয়ার্ড-২০২৫’  প্রদান করা হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।
মূলত: বিনোদন ম্যাগাজিন হিসেবে জেমিনি প্রবাস ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে প্রচ্ছদ কভার করে পাঠক মহলে স্থান করে নিয়েছে এবং ব্যাপক পাঠক প্রিয়তাও পেয়েছে। সবার সহযোগিতায় জেমিনি আগামী দিনের চলার পথে আরো নতুনত্ব নিয়ে পাঠকের চাহিদা পূরণ করবে- এই প্রত্যাশা কর্তৃপক্ষের। 
‘জেমিনি অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠান সফল করতে জেমিনি সম্পাদক ও প্রকাশক লায়ন বেলাল আহমেদ সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  সংবাদ বিজ্ঞপ্তি। 
 

শেয়ার করুন: