বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কোভিডের সময় মাস্ক ছিল বাধ্যতামূলক 

নিউইয়র্কে অপরাধের সময়  মাস্ক পরলে বেশি শাস্তি

নবযুগ রিপোর্ট

আপডেট: ১৭:১৬, ২ মে ২০২৫

নিউইয়র্কে অপরাধের সময়  মাস্ক পরলে বেশি শাস্তি

ছবি: সংগৃহীত

অপরাধ করার সময় মাস্ক পরে থাকলে আরো বেশি শাস্তির ব্যবস্থা রেখে নতুন আইন করতে যাচ্ছে নিউইয়র্ক। রাজ্যের বাজেট বিলে এই আইনটি থাকবে বলে জানা গেছে। প্রস্তাবে বলা হয়েছে, অপরাধ করার সময় বা অপরাধ করে পালিয়ে যাওয়ার সময় পরিচয় গোপন করার জন্য মাস্ক পরলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বছর ধরেই নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে মাস্ক নিষিদ্ধ করতে চাচ্ছিলেন। তিনি বিশেষ করে সেমিটিকবিরোধী কার্যকলাপ করার সময় চেহারা আড়াল করার জন্য মাস্ক ব্যবকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পক্ষে।
তবে এর বিরুদ্ধে অনেকেই বক্তব্য রাখছেন। তাদের মতে, যারা পেশাগত বা ব্যক্তিগত রোষ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিবাদ করার সময় মাস্ক পরেন, তারা সমস্যায় পড়বেন।
উল্লেখ্য, কোভিড-১৯-এর সময় নিউইয়র্ক সিটিতে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। এখনো অনেক ট্রানজিট রাইডার দূষিত পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরে থাকেন। 
অবশ্য মাস্ক নিষিদ্ধ করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার কথা হোকুলও স্বীকার করেছেন। তিনি স্বাস্থ্য, সংস্কৃতি বা ধর্মীয় কারণে মাস্ক শিথিল করার কথা ভাবছেন।
নিউইয়র্ক সিভিল লিবাটিজ ইউনিয়নের সিনিয়র পলিসি কাউন্সেল অ্যালি বহম বলেন, হোকুলের মাস্ক নিষিদ্ধ করার প্রস্তাবটি একেবারেই অজনপ্রিয়। এটি বিক্ষোভকারীদের বিপদে ফেলবে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কোপানলে পড়তে পারেন তারা।
তিনি বলেন, ফেডারেল সরকার পরিষ্কার করে জানিয়েছে যে তারা ভিন্ন মতালম্বীদের টার্গেট করবে।
 

শেয়ার করুন: