গভর্নরের ট্রাফিক সেফটি কমিটি (জিটিএসসি) জানিয়েছে, ১৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত লেবার ডে এডুকেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ক্যাম্পেইনের সময় মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো, গতিসীমা লঙ্ঘন, বেপরোয়াভাবে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধের জন্য এক লাখ ৩১ হাজার ২৪৫টি টিকিট ইস্যু করা হয়েছে। এদের মধ্যে মদ খেয়ে গাড়ি চালানোর দায়ে ৪,১২৫ জনকে এবং ২৪,৯০৫ জনকে গতিসীমা লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।