শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
Gias Ahmed

ঢাবি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত

‘ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’র ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক কর্মকান্ড সুদূর প্রবাসেও অব্যাহত রাখা এবং এলামনাইদের মধ্যকার  সৌহার্দ, সম্প্রতি আর ঐক্যেবদ্ধ থাকার সংকল্পে বিগত ২৮ বছর আগে নিউইয়র্কে গঠিত ঢাবি এলামাইন এসোসিয়েশন (ঢাবিএএ) গঠন করা হয়। এসোসিয়েশনের কমিটি ঘোষণা উপলক্ষে গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকায় একটি পার্টি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাবিএএ’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময়ে নির্বাচন কমিশনের ডেপুটি চেয়ারম্যান খোরশেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ মঞ্চে উপবিষ্ট ছিলেন। 

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই আছে। স্থানীয় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। অতিসম্প্রতি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা ও আইনের শাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

অবৈধ অভিবাসীদের পাঠানো  হবে গুয়ান্তানামো বেতে 

অবৈধ অভিবাসীদের পাঠানো  হবে গুয়ান্তানামো বেতে 

যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজারো অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীকে নিয়ে বিস্ময়জাগানো একটি পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ পরিকল্পনা অনুযায়ী, তাঁদের কিউবার গুয়ান্তানামো বে এলাকার বন্দিশালায় আটকে রাখা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁর কথায় ৩০ হাজারের মতো ‘অপরাধী অবৈধ এলিয়েনকে’ (অবৈধ অভিবাসী) আটকে রাখতে কিউবার পূর্বাঞ্চলীয় কুখ্যাত সামরিক স্থাপনায় একটি আটকশিবির নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। গুয়ান্তানামো বে কারাগার নামে পরিচিত এ স্থাপনায় ৯/১১ হামলার পর থেকে সন্দেহভাজন ‘সন্ত্রাসীদের’ বন্দী করে রাখছে যুক্তরাষ্ট্র।